বাংলা নিউজ > বায়োস্কোপ > 'নির্দোষ নাগরিক নয়, নির্দোষ হিন্দু নাগরিক...' পহেলগাঁও সন্ত্রাসবাদীদের হামলায় সরব টলিউড! কী বলছেন সৃজিত-শুভশ্রীরা?
'নির্দোষ নাগরিক নয়, নির্দোষ হিন্দু নাগরিক...' পহেলগাঁও সন্ত্রাসবাদীদের হামলায় সরব টলিউড! কী বলছেন সৃজিত-শুভশ্রীরা?
1 মিনিটে পড়ুন Updated: 23 Apr 2025, 09:53 AM ISTSubhasmita Kanji
Pahelgam Terror Attack-Tollywood: ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। আহত আরও ২০। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। ক্ষোভ উগরে কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, প্রমুখরা?
Ad
পহেলগাঁও সন্ত্রাসবাদীদের হামলায় সরব টলিউড!
২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। আহত আরও ২০। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। ক্ষোভ উগরে কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, প্রমুখরা?
এদিন সুদীপ্তা চক্রবর্তী তাঁর সমাজমধ্যমের পাতায় জম্মু কাশ্মীরের বৈসরন উপত্যকায় যেভাবে ট্যুরিস্টদের তাঁদের ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হল সেটার বিরুদ্ধে ক্ষোভ, রাগ উগরে দিতে দেখা যায়। লেখেন, 'ভূস্বর্গ ভয়ংকর! অসহায় লাগে।'
কিঞ্জল নন্দও গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। তিনি পহেলগাঁওয়ে ট্যুরিস্টদের উপর চলা আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়ে লেখেন, 'আমি চাই ভারত এর জবাব দিক। এ দৃশ্য দেখা যাচ্ছে না। সত্যিই নিতে পারছি না।'
সৃজিত মুখোপাধ্যায় এদিন আবার খানিক ভুল ধরেছেন। লিখেছেন, 'কিছু ভুল মনে হয় শুধরে নেওয়া প্রয়োজন। নির্দোষ হিন্দু নাগরিক, খালি নির্দোষ নাগরিক নয়। নির্মম ইসলামিক সন্ত্রাসবাদ, খালি নির্মম সন্ত্রাসবাদ নয়।' অন্যদিকে এদিন নাট্য ব্যক্তিত্ব তথা পরিচালক সৌরভ পালোধি প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। লেখেন, 'ইসলামিক সন্ত্রাসবাদীদের হাতে হিন্দু পর্যটক খুন। না, আমার এটা বলতে কোনও আপত্তি নেই। আমি ধার্মিক নই, কিন্তু ধর্মের কারণে খুন হলে এটা বলতেও আমার আপত্তি নেই। কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী বলছেন ‘those who’। কেন? হিন্দু খুন বলছেন না কেন? কারণ আমার দেশে হিন্দুরাও নিরাপদ নয়, সেটা রাষ্ট্র নিজেও জানে। কাশ্মীরে হিন্দু পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যার্থ যারা তারাই এই ঘটনায় 'হিন্দু খুন' লিখতে পারছেনা। ঘটনাটা খুবই কষ্ট দিচ্ছে কাল থেকে। কিন্তু প্রশ্ন করতে শিখেছি তাই এই ঘটনা এত সরল ভাবে ভেবে নিতে পারছি না।'