বাংলা নিউজ > বায়োস্কোপ > Tiger 3 Advance Booking: শুরু হয়ে গেল টাইগার ৩ এর অ্যাডভান্স বুকিং, দীপাবলির সকালে কটা থেকে দেখা যাবে সলমন ম্যাজিক?
পরবর্তী খবর
Tiger 3 Advance Booking: শুরু হয়ে গেল টাইগার ৩ এর অ্যাডভান্স বুকিং, দীপাবলির সকালে কটা থেকে দেখা যাবে সলমন ম্যাজিক?
1 মিনিটে পড়ুন Updated: 04 Nov 2023, 10:46 PM ISTSubhasmita Kanji
Tiger 3 Advance Booking: শুরু হয়ে গেল টাইগার ৩ ছবির অ্যাডভান্স বুকিং। আগামী রবিবার মুক্তি পাচ্ছে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি।
শুরু হয়ে গেল টাইগার ৩ এর অ্যাডভান্স বুকিং
আর গুনে গুনে ঠিক এক সপ্তাহ বাকি টাইগার ৩ মুক্তি পাওয়ার। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগামী ছবি শীঘ্রই আসছে। দীপাবলির দিন মুক্তি পাবে ছবি। আর তার ঠিক এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গেল টাইগার ৩ ছবির অ্যাডভান্স বুকিং। সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে শাহরুখের পাশাপাশি হৃতিক রোশনের ক্যামিও থাকবে বলেই শোনা যাচ্ছে।
টাইগার ৩ ছবির শোয়ের সময়
বুকমাইশোয়ের ওয়েবসাইট অনুযায়ী সমস্ত মাল্টিপ্লেক্সে প্রায় প্রতি ঘণ্টায় একটা করে শো আছে এই ছবির। এমনকি সকাল ৭ টার আগেও শো রয়েছে এই ছবির। মুম্বইতে আইম্যাক্সে সকাল ৬.০৫ এরও শো আছে। রবিবার, ১২ নভেম্বর মুম্বইয়ের লোয়ার প্যারেলের পিভিআর আইকন ফোনিক্স পাল্লাদিয়ামে এই ৬.০৫ এর শো রাখা হয়েছে। এর আগে যখন শাহরুখ খান অভিনীত পাঠান মুক্তি পায় তখনও এই হলে এই সময় শো রাখা হয়েছিল। পাঠান চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায়।