কিছুদিন আগেই ৬০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে। যদিও সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন তারকা জুটি। এবার ইনস্টাগ্রামে একটি পোস্ট লিখে আরও একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শিল্পা।
সমাজ মাধ্যমে একটি পোষ্ট করে শিল্প লেখেন, ‘এই বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি ঘটতে চলেছে। আমরা বিদায় জানাতে চলেছি বাস্তিয়ান বান্দ্রাকে। অসংখ্য স্মৃতি, অবিস্মরণীয় রাগ এবং এমন অনেক মুহূর্ত এই রেস্তোরাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে।’
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
শিল্পা আরও লেখেন, ‘এই কিংবদন্তি স্থানটিকে সম্মান জানানোর জন্য আমরা আমাদের নিকটতম আত্মীয়দের নিয়ে একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করতে চলেছি। শেষবারের জন্য এই রেস্তোরায় আমরা সকলে মিলিত হব। বৃহস্পতিবার রাতের এই অনুষ্ঠানে আমরা সকলে উদযাপন করব একটি বিশেষ মুহূর্তের।’
প্রসঙ্গত, কয়েক বছর আগে খোলা মুম্বাইয়ের এই বিখ্যাত রেস্তোরাঁটি শুধু সেলিব্রিটি নয়, সাধারণ মানুষের কাছেও প্রিয় একটি জায়গা ছিল। মাঝেমধ্যেই ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়ত এই রেস্তোরাঁর ছবি। তবে সেই জমজমাট রেস্তোরাঁ অবশেষে বন্ধ হতে চলেছে যা শুনে মন খারাপ সকলের।
বছর কয়েক আগে অশ্লীল ভিডিয়ো তৈরি করা এবং সেটি বিক্রি করার অপরাধে গ্রেফতার করা হয়েছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। এবার আবারও বিপাকে পড়লেন এই তারকা দম্পতি। এক ব্যবসায়ীর থেকে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে।
প্রতারণার শিকার হওয়া ঐ ব্যক্তি মুম্বইয়ের এক ব্যবসায়ী। লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসে ডিরেক্টর দীপক কোঠারির অভিযোগ অনুযায়ী, শিল্পা ও রাজের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট টিভি প্রাইভেট লিমিটেড তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সেই অর্থই আত্মসাৎ করেছেন তারকা দম্পতি, এমনটাই অভিযোগ তাঁর।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
এই বিতর্কের মাঝেই বৃন্দাবনে আধ্যাত্মিক গুরুপ্রেমানন্দজি মহারাজের কাছে পৌঁছে গিয়েছিলেন শিল্পা এবং রাজ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো হয়েছিল ভাইরাল। ভিডিয়োয় দেখতে পাওয়া গিয়েছিল, শিল্পা এবং রাজ দুজনেই প্রেমানন্দজি মহারাজের কথা মন দিয়ে শুনছেন। কথা বলতে বলতেই মহারাজ বলেন, তাঁর দুটি কিডনি অকার্যকর এবং বিগত ১০ বছর ধরে তিনি এই রোগের সঙ্গে লড়াই করছেন। প্রেমানন্দজির মুখে এই কথা শুনে রাজ নিজের কিডনি দান করার প্রস্তাব রাখেন, জা শুনে সবাই অবাক হয়ে যান।