কঙ্গনা রানাওয়াত এবং স্বরা ভাস্করের মধ্যে এর আগেও অনেকবার বাকবিতণ্ডা হয়েছে। তাঁরা একে অপরের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছেন। তবে সম্প্রতি, কঙ্গনা সম্পর্কে স্বরার বক্তব্য সবাইকে অবাক করে দিয়েছে। স্বরা কঙ্গনাকে ‘নিয়তির সন্তান’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে তাঁর স্বামী ফাহাদ তাঁকে 'খারাপ রাজনীতিবিদ' বলেও অভিহিত করেছেন।
আরও পড়ুন: গম্ভীর আরিয়ানকে হাসিয়ে ছাড়লেন ববি দেওল! বন্ধু পুত্রের সঙ্গে এমন কী করলেন?
স্বরা কী বলেন?
আসলে, কঙ্গনার জন্য একটি হ্যাশট্যাগ শেয়ার করতে বলা হয়েছিল, স্বরা বলেন ‘ডেস্টিনিস বেবি’। ফিল্মিজ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে, তিনি বলেন, 'ওঁর এবং ওঁর জার্নি সম্পর্কে কিছু সত্যিই প্রশংসনীয় জিনিস রয়েছে। হ্যাশট্যাগ 'নেভার গিভআপ'। আমার মনে হয় ও কখনও হাল ছাড়েনি।'
আরও পড়ুন: গম্ভীর আরিয়ানকে হাসিয়ে ছাড়লেন ববি দেওল! বন্ধু পুত্রের সঙ্গে এমন কী করলেন?
অন্যদিকে, ফাহাদ আহমেদ বলেন, ‘আমি ওঁর সম্পর্কে মন্তব্য করতে পারছি না কারণ ও একজন খারাপ রাজনীতিবিদ। আমি বলব হ্যাশট্যাগ খারাপ রাজনীতিবিদ।’ স্বরা অবাক হয়ে তাঁর দিকে তাকান, মান্ডি বন্যার বিষয়ে কঙ্গনার প্রতিক্রিয়া সম্পর্কে ফাহাদ এই মন্তব্য করেন। ফাহাদ বলেন, ‘ওঁর একটি বিশেষ তহবিলের জন্য লড়াই করা উচিত ছিল এবং রাজনীতির বাইরে যাওয়া উচিত ছিল। ও একজন ভালো অভিনেত্রী, এবং আমি ওঁকে একজন অভিনেত্রী হিসেবে পছন্দ করি, কিন্তু ও একজন খারাপ রাজনীতিবিদ।’
আরও পড়ুন: দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টার!
ফাহাদকে ধমক দেন স্বরা ভাস্কর
ফাহাদ আরও জানান যে, তাঁর এবং কঙ্গনার মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও, কঙ্গনা তাঁকে এবং স্বরাকে বিয়ের সময় অভিনন্দন জানিয়েছিলেন। তারপর ফাহাদ আবার কঙ্গনাকে ‘#খারাপ রাজনীতিবিদ’ বলে সম্বোধন করেন, তখন স্বরা মজা করে তাকে ধমক দেন, বলেন ৫০ বার এটা না বলার জন্য।
আরও পড়ুন: ফিরছে আবির সোহিনী জুটি, বড়পর্দায় ডেবিউ দিব্যানীর, সৃজিতের ছবিতে আছে আরও চমক, কী কী?
প্রসঙ্গত, বর্তমানে স্বরা এবং ফাহাদকে একটি টিভি শো ‘পতি, পত্নী অর পাঙ্গা’ তে দেখা যাচ্ছে। তাঁদের জুটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে।