রথযাত্রা মানে যেমন দুর্গাপুজোর দিনগুলো ঠিক তেমনি মহালয়া মানেই পুজো শুরু। বিগত বেশ কয়েক বছর ধরে একাধিক অভিনেত্রীকে দেখা দিয়েছে দুর্গা সাজে ধরা দিতে। এবার নাকি দুর্গা রূপে ধরা দেবেন সুদীপ্তা রায়।
সময়ের সঙ্গে সঙ্গে টিভির পর্দায় মহালয়ার ভঙ্গি পাল্টেছে। আজ থেকে বহু বছর আগে শুধু ডিডি বাংলায় দেখানো হত মহালয়া, তবে এখন একাধিক চ্যানেলে দেখানো হয় এই অনুষ্ঠান। ছোটদের জন্য আলাদাভাবে তৈরি করা হয় কার্টুনের আকারে মহালয়া।
ইতিমধ্যেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে কোয়েল, একাধিক বড় মাপের অভিনেত্রীকে দেখা গিয়েছে দুর্গা রূপে অভিনয় করতে। দুর্গা সাজে দেখতে পাওয়া গিয়েছে, ছোট পর্দার একাধিক অভিনেত্রীকেও। তবে এবার দুর্গার রূপে নাকি দেখা যাবে ছোট পর্দার অন্যতম বিখ্যাত অভিনেত্রী সুদীপ্তা রায়কে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
কোন চ্যানেলে দেখা যাবে এই মহালয়া? না, কোনও চ্যানেল নয়। আসলে সমাজমাধ্যমের পাতায় দেবী রূপে আসতে চলেছেন সুদীপ্তা। ইতিমধ্যেই প্রায় অনেকটাই হয়ে গিয়েছে শ্যুটিংয়ের কাজ। সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সুদীপ্তার নতুন লুক, যা দেখে রীতিমতো মুগ্ধ দর্শকরা।
প্রসঙ্গত, মাত্র ১৫ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচের ক্ষেত্রেও পরিচিতি লাভ করেছিলেন সুদীপ্তা। সর্বশেষ অভিনয় করেছিলেন কালার্স বাংলায় ‘ফেরারি মন’ ধারাবাহিকে।
তবে সব থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন জি বাংলার ‘চোখের বালি’ ধারাবাহিকে আশালতা চরিত্রে অভিনয় করে। বলে রাখা ভালো, টিভির পর্দায় এটাই সুদীপ্তার প্রথম ধারাবাহিক ছিল। প্রথম দুর্গা সাজে নিজেকে দেখে কেমন লাগছে অভিনেত্রীর?
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
সম্প্রতি আজকাল ডট ইন সুদীপ্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ছোটবেলায় যখন টিভির পর্দায় পছন্দের অভিনেত্রীদের দেবী রূপে দেখতাম তখন ভীষণ ভালো লাগত। সকলের কিছু না কিছু স্বপ্ন থাকে, এবার সেই স্বপ্ন পূরণ করার পালা। মহালয়া এর আগে অভিনয় করেছি, তবে এবার প্রথম দুর্গা সাজে।’
ছোট পর্দায় ফিরে আসা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কিছু কিছু প্রস্তাব এসেছিল কিন্তু ব্যক্তিগত কারণে তা হয়ে ওঠেনি। তবে আবার কথাবার্তা চলছে। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই ছোটপর্দায় ফিরে আসবো এটাই আশা রাখি।’