৯০ দশকের নামী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রবিনা ট্যান্ডন। আজও তাঁর অভিনয় দেখে মুগ্ধ হন মানুষ। তবে একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ভীষণ ভালো মা। ছেলের ১৮ তম জন্মদিন উপলক্ষে বেশ কিছু অদেখা ছবি পোস্ট করলেন অভিনেত্রী। লিখলেন একটি মিষ্টি ক্যাপশন।
রুবিনা যে ছবিগুলি পোস্ট করেছেন তার মধ্যে প্রথম ছবিতে অভিনেত্রীর পুত্র অর্থাৎ রণবীরের বড় বেলার ছবি দিয়েছেন তিনি। দ্বিতীয় ছবিতে রেস্টুরেন্টে বসে থাকা ছোট্ট রণবীরকে দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয় ছবিতেও মায়ের সঙ্গে ছবি তুলতে দেখা যায় ছোট্ট রণবীরকে।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
রণবীরের একদম ছোটবেলার ছবি দেখলে মনে হবে সে যেন মিষ্টি একটি মেয়ে। চতুর্থ ছবিতে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখা যায় রণবীরকে। পঞ্চম ছবিতে সুপারম্যানের ড্রেস পরে মায়ের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁকে। পঞ্চম ছবিতে দিদির সঙ্গে দেখা যায় সদ্যজাত রণবীরকে।
ষষ্ঠ ছবিতে ফের রণবীরের বড়বেলার ছবি দেখতে পাওয়া যায়। সপ্তম,অষ্টম, নবম এবং দশম ছবিটি বিভিন্ন বয়সের ছবি দেখা যায় রণবীরের। জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের সঙ্গে রণবীরের আবেগঘন মুহূর্ত তুলে ধরা হয়েছে এই পোষ্টের মাধ্যমে।
অভিনেত্রী ছবিগুলি পোস্ট করে লিখেছেন, আমার ছেলে, প্রাপ্তবয়স্ক জীবনে তোমাকে স্বাগত। শুভ ১৮ তম জন্মদিন। আমি তোমাকে ভালবাসি, তুমি আমার হৃদয়, আমার রোদ, আমার চিরকালের ভালোবাসা। তুমি যে মানুষটি হয়ে উঠেছ, তার জন্য আমি গর্বিত। দয়ালু, করুণাময়, শক্তিশালী এবং যত্নশীল। মহাদেব সব সময় তোমার সঙ্গে রয়েছেন। আমাকে মা হিসেবে বেছে নেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
ছবিটির কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানিয়ে ভাবনা পান্ডে এবং মাহিপ কাপুর রণবীরকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেলিব্রিটিদের পাশাপাশি সাধারণ মানুষও রবিনার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
প্রসঙ্গত, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে অনিল থাডানিকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ২০০৫ সালে রাসা এবং ২০০৮ সালের রণবীরকে জন্ম যেন অভিনেত্রী। তবে বিয়ের আগেও স্বইচ্ছায় ১৯৯৯ সালে পূজা এবং ছায়া নামে দুই মেয়েকে দত্তক নিয়েছিলেন রবিনা। সিঙ্গল মাদার হিসাবে তাদের লালন পালন করেছিলেন তিনি।