একজন নবাব পরিবারের কন্যা, অন্যজন দুর্দান্ত বাঙালি অভিনেত্রী। পর্দায় এই দুই নায়িকার মেলবন্ধন দর্শকরা দেখতে পেয়েছিল ২০০৪ সালে, ‘ইতি শ্রীকান্ত’ ছবিতে। এঁদের মধ্যে একজন হলেন সোহা আলি খান, অন্যজন অপরাজিতা ঘোষ। স্মৃতির পথ ধরে বহু বছরের পুরনো সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অপরাজিতা।
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইতি শ্রীকান্ত’ ছবিটি তৈরি করা হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শ্রীকান্ত অবলম্বনে। শুধু গল্পের দিক থেকে নয়, এই সিনেমাটি অন্য একটি কারণে ভীষণ স্পেশাল কারণ এই ছবিতে অভিনয় করার মাধ্যমে প্রথম বড়পর্দায় অভিনয় করেছিলেন সোহা আলি খান, অপরাজিতা ঘোষ দুজনেই। শুধু তাই নয়, এই ছবির হাত ধরে প্রথম বড়পর্দায় অভিনয় করেছিলেন আদিল হুসেনও।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
স্মৃতির হাত ধরে ‘ইতি শ্রীকান্ত’ ছবির সেটের একটি অদেখা ছবি পোস্ট করে অপরাজিতা লেখেন, ‘আমার প্রথম ছবির ছবি, ইতি শ্রীকান্ত।’ সাদাকালো এই ছবিতে দুই অভিনেত্রীকেই দেখা যায় বিধবার বেশে। এই ছবিতে অপরাজিতা অভিনয় করেছিলেন পদ্ম চরিত্রে এবং সোহা অভিনয় করেছিলেন কমললতা চরিত্রে।
প্রায় ১০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজও এই ছবি একইরকম সুন্দর এবং স্নিগ্ধ। সময়ের সঙ্গে সঙ্গে আজ এই দুই অভিনেত্রী নিজেদের জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু তাও এই সখ্যতা আজও একই রকম অটুট।
প্রসঙ্গত, সোহা সর্বশেষ অভিনয় করেছেন রি ২ নামক একটি ভৌতিক ওয়েব সিরিজে। বহুদিন বাদে সোহাকে এই অনবদ্য চরিত্রে অভিনয় করতে দেখে ভীষণ খুশি হয়েছেন ভক্তরা। সমালোচকদের কাছ থেকেও প্রশংসিত হয়েছেন সোহা।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
অন্যদিকে অপরাজিতা এই মুহূর্তে অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা - তে। দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তির জীবনের সম্পর্কের সমীকরণকে ঘিরে তৈরি করা এই সিরিয়াল মানুষের মন জয় করে নিচ্ছে প্রতিমুহূর্তে।