বিয়ের পর আদৃতের প্রথম জন্মদিন। শনিবার ৩১-এ পা দিলেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক। আদৃতের এই স্পেশ্যাল দিনে নতুন বউ কৌশাম্বির তরফে এসেছে আদুরে শুভেচ্ছা বার্তা। জন্মদিনেও ফ্যানেদের ভোলেননি আদৃত, এদিন সময়মতো ভারতলক্ষ্মী স্টুডিওতে এসে নিজের জন্মদিন পালন করেছেন ভক্তদের সঙ্গে। আরও পড়ুন-‘শেষ হয়ে গিয়েছে…’! আদৃত-কৌশাম্বির বিয়েতে না আসা, প্রথমবার মুখ খুললেন সৌমিতৃষা
সোশ্যাল মিডিয়ায় আদৃত ভেসেছেন শুভেচ্ছা বার্তায়, তবে স্বাভাবিকভাবেই আদৃতের জন্মদিনে চুপ সৌমিতৃষা। দুজনের সম্পর্কে তিক্ততার খবর নতুন নয়, আদৃত-কৌশাম্বির বিয়েতে সৌমিতৃষার অনুপস্থিতি সেই জল্পনাতেই সিলমোহর দিয়েছিল। আদৃতের জন্মদিনে বোমা ফাটালেন সৌমিতৃষা। অবশেষে আদৃত-কৌশাম্বির বিয়েতে না যাওয়া নিয়ে সত্যিটা বলেই দিলেন মিঠাইরানি।
পরিচিতমহলে সৌমিতৃষা আগেই জানিয়েছিলেন, আদৃত-কৌশাম্বি দুজনেই তাঁকে বিয়েতে নিমন্ত্রণ করেনি। এদিন সংবাদমাধ্যমের সামনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। আদৃতের জন্মদিনে সোশ্যালে কোনওরকম শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি সৌমিতৃষা। কেন? আনন্দবাজারকে অভিনেত্রী বলেন, ‘ আমি ভুলেই গিয়েছিলাম আদৃতের জন্মদিন, আমার এত জন্মদিন, বিয়ের দিন এ সব মনে থাকে না। তা-ও বলব ভাল থাকুক, কেরিয়ারে সাফল্য আসুক, এই কামনাই করি।’
একইসঙ্গে বিয়ের অনুষ্ঠানে না যাওয়া প্রসঙ্গে সৌমিতৃষা বলেন,‘নিমন্ত্রণ পাইনি, তাই দেখা যায়নি। আমারও তাঁদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি'। মিঠাই চলাকালীন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুজনে, তখন থেকেই এই সম্পর্ক নিয়ে সবটা জানেন তিনি, জানাতে ভোলেননি। সৌমিতৃষা আবারও বলেন, আদৃত তাঁর ভালো বন্ধু নয়, বরং ভালো সহকর্মী। ব্যাস ওইটুকুতেই শেষ।
গত ৯ই জুন পর্দার ‘দিদিয়া’ কৌশাম্বির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আদৃত। সেই বিয়েতে পুরো মোদক পরিবার ছিল, কিন্তু মনোহরার প্রাণ ছিল যে মিঠাই সেই মিঠাই ছিল গরহাজির। এতদিনে স্পষ্ট হল তাঁর না থাকার কারণ। কিন্তু ভালো সহকর্মী কেন সৌমিতৃষাকে বিয়েতে আমন্ত্রণ জানালো না? তা অবশ্য স্পষ্ট করেননি সৌমিতৃষা।
জানা যায়, মিঠাই চলাকালীন আদৃতের প্রতি প্রচ্ছন্ন ভালোলাগা ছিল সৌমিতৃষার, উলটো তরফেও শুরুতে একইরকম সাড়া মিলেছিল। কিন্তু বদলে যায় আদৃতের মনের রং। সেই নিয়েই দুজনের বন্ধুত্বে ফাটল ধরে।
আদৃতের জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তা এসেছে কৌশাম্বির তরফে। ভাত-কাপড়ের অনুষ্ঠানের কিছু অদেখা মুহূর্ত তুলে ধরেন ফুলকির বড় জা। কৌশাম্বি লেখেন, ‘শুভ জন্মদিন আমার সোলমেট, আমার প্রিয় বন্ধু…. সেরাটা আসা এখনও বাকি’। সদ্যই গোয়ায় মধুচন্দ্রিমা সেরে এসেছেন আদৃত-কৌশাম্বি। শীঘ্রই ফুলকির সেটে ফিরবেন আদৃত ঘরণী, অন্যদিকে পাগল প্রেমী নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন আদৃত।