বলিউডের কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন সোফি চৌধুরী। জানালেন তিনি নিজে এটার সাক্ষী থেকেছেন, শিকার হয়েছেন। তাঁর কাছে নাকি একাধিক অস্বস্তিকর আবেদন এসেছে কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করে কাজ পাওয়ার।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! অগস্টেই মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ধূমকেতু? ইঙ্গিত দিয়ে কী বললেন রানা?
কী ঘটেছে?
ব্রিটিশ গায়িকা এবং অভিনেত্রী সোফি চৌধুরী শাদি নম্বর ওয়ান, পেয়ার কে সাইড এফেক্টস, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই ইত্যাদি ছবিতে কাজ করেছেন। তিনিই সম্প্রতি মুখ খুলেছেন বলিউডের অন্ধকার দিক নিয়ে জানিয়েছেন কীভাবে এই জন্যই তাঁকে একের পর এক বড় বড় প্রজেক্ট ছাড়তে হয়েছে। হটারফ্লাইকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁকে কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করে বুদ্ধি দেওয়া হয়েছে একাধিকবার।
সোফি এদিন জানান, 'আমি প্রাথমিকভাবে গায়িকা হতে এসেছিলাম। আমার ২-৩ টি হিট অ্যালবাম ছিল। কিন্তু একই সঙ্গে কোথাও অভিনেত্রী হওয়ার ইচ্ছেও ছিল। কিছু মানুষের সঙ্গে আলাপ হয়েছিল, তাঁদের মধ্যে কেউ কেউ যেমন ভীষণ ভালো ছিলেন, কেউ আবার এমন কিছু মন্তব্য করেছিলেন যা ভীষণই অস্বস্তিকর ছিল। আমি প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম আমায় বলা হয়েছিল যে তোমায় অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ করতে হবে। আমি, আমার মা তখন বুঝিনি যে ওঁরা কী বলতে চাইছেন। আমার মা ওঁদের আবার বলতেন হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে খুব পরিশ্রমী, ও ১৫ ঘণ্টা করেও কাজ করতে পারবে প্রয়োজনে।'
সোফি এদিন আরও জানান, 'এখানে মনে করা হয় তুমি বিদেশ থেকে এসেছ মানেই তুমি সহজলভ্য। বুঝতে না পারলে আরও ডিটেলে গিয়ে বলা হতো তোমায় আরও কাছ থেকে চিনতে চাই, অভিনেত্রী হওয়ার সম্ভাবনা কতটা বুঝতে চাই। কিংবা আমার বিয়েটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। তোমার সঙ্গে সম্পর্ক বানাতে চাই। এগুলো সব ভুলভাল, এরা আসলে কেউ ছবি বানাবে না, খালি সময় অপচয় করে।'
আরও পড়ুন: অরিজিৎ জেনেবুঝেই ফেম গুরুকুলে শমিতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন? কাজী তৌকির বললেন, 'হ্যাঁ, হ্যাঁ...'
সোফি চৌধুরীকে দর্শকরা শেষবার লাভ সেক্স অর ধোঁকা ২ তে শেষবার দেখেছেন। সেখানে তিনি ক্যামিও চরিত্রে কাজ করেছিলেন।