শুধু অভিনেতা হিসেবে তিনি জনপ্রিয়তা কিন্তু নয়, একজন সমাজসেবী হিসেবেও জনপ্রিয় সোনু সুদ। মহামারীর সময় লক্ষ লক্ষ মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি। এবার খালি হাতে জীবন্ত সাপ উদ্ধার করে প্রমাণ করলেন সংবেদনশীলতার পাশাপাশি সাহসিকতার দিক থেকেও তিনি এগিয়ে রয়েছেন অনেকটা।
শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেতা যেখানে দেখা যায়, একটি বিষবিহীন সাপ ঢুকে পড়ছে আবাসনে। সাপকে ঢুকতে দেখে প্রত্যেকে যখন ভয়ে তটস্থ, সাহসিকতার পরিচয় দেখালেন সোনু। খালি হাতে সাপ ধরে ফেললেন অভিনেতা। সকলের উদ্দেশ্যে দিলেন কিছু বার্তাও।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
সাপটি উদ্ধার করে তিনি বলেন, এই সাপটা আমাদের সোসাইটিতে ঢুকে পড়েছিল। এটি নির্বিষ সাপ। কিন্তু তাও সাবধানে থাকা দরকার। এমন পরিস্থিতিতে অবশ্যই পেশাদারের সহায়তা নেবেন। আমি জানি কীভাবে ধরতে হয় তাই ধরেছি। দয়া করে বাড়িতে চেষ্টা করবেন না। সাবধানে থাকা ভীষণ দরকার।
তবে এই প্রথম নয়, কিছুদিন আগেই লাতুর জেলার হাডোলতির ৭৬ বছর বয়সী চাষী আম্বাদাস পাওয়ারকে পাঠিয়েছিলেন একটি জোড়া বলদ। বলদের অভাবে গরু দিয়ে হাল টানছিলেন ওই চাষী, সেই কথা জানার পরেই ওই চাষীকে জোড়া বলদ পাঠিয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
প্রসঙ্গত, সোনু সুদ সর্বশেষ অভিনয় করেছিলেন ‘ফতেহ’ ছবিতে। ছবিটি পরিচালনাও করেছিলেন তিনি। এই ছবিতে সোনু ছাড়া অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, জ্যাকলিন ফার্নান্দেজ, বিজয় রাজ ও দিব্যেন্দু ভট্টাচার্য।