বড় একটা তাওয়া হালকা তেল দিয়ে একের পর এক মশালা ধোসা বানাতে থাকলেন সোনু। তাঁর বানানো ধোসা খেতে হাজির হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, দেখা গেল শ্যুটিং সেটের অন্যান্য কলাকুশলীদেরও। শুধু ধোসা নয়, পুরীও বানাতে দেখা গেল সোনু সুদকে।
সোনু সুদ
হিমাচলে চলছে শ্যুটিং। তবে শ্যুটিং নয়, সেটের বাইরে সকলের জন্য ধোসা বানাতে দেখা গেল সোনু সুদকে। বড় একটা তাওয়াতে হালকা তেল দিয়ে একের পর এক মশালা ধোসা বানাতে থাকলেন সোনু। তাঁর বানানো ধোসা খেতে হাজির হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, দেখা গেল শ্যুটিং সেটের অন্যান্য কলাকুশলীদেরও। রিয়ার সঙ্গে দেখা গেল এক চিনা মহিলাকেও। মজা করে সোনু বললেন, 'ইনি তো আবার চায়না থেকে শুধুই ধোসা খেতে এসেছেন'।
রোডিজ-১৯-এর শ্যুট চলাকালীন এভাবেই নিজের কাণ্ডকারখানার এক টুকরো ঝলক পোস্ট করেছেন সোনু। তবে শুধু ধোসা নয়, পুরীও বানাতে দেখা গেল সোনু সুদকে। সোনুর এই ভিডিয়োর নিচে নেটপাড়ার অনেকেই লিখেছেন, ‘সোনু সুদের জন্য শ্রদ্ধা, রইল লাইক বোতাম, আর রিয়া চক্রবর্তীর জন্য ডিসলাইক বোতাম টিপলাম’। এছাড়াও এই ভিডিয়োতেও রিয়া চক্রবর্তীকে আক্রমণ করতে দেখা যায় বহু নেটিজেনকে। বোঝাই গেল, সোনু সুদকে সকলে ভালোবাসলেও, রিয়াকে এখনও অনেকেই সহ্য করতে পারছেন না।