বাংলা নিউজ > বায়োস্কোপ > PMS-আক্রান্ত, গায়িকা ইমন চক্রবর্তী লিখলেন,'অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছি…', কী এই ব্যাধি?
PMS-এ আক্রান্ত গায়িকা ইমন চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন তিনি। আর একথা নিজেই জানিয়েছেন গায়িকা। ইতিমধ্যেই এই সমস্যা থেকে বাঁচতে খাদ্য়াভাসে পরিবর্তন এনেছেন, নিয়মিত শরীরচর্চাও করেন তিনি। তারপরেও এই রোগ থেকে মুক্তি মেলেনি। ফেসবুকের পাতায় এবিষয়ে ঠিক কী লিখেছেন ইমন চক্রবর্তী?
ইমন লিখেছেন, ‘পিএমএস মেয়েদের খুবই গুরুতর সমস্যা। নিজের যত্ন নিন। ধ্যান করুন, ব্যায়াম করুন, ভালো করে খাওয়াদাওয়া করুন। আর যদি কিছু করতে ইচ্ছে না করে, তাহলে দয়া করে কিছু করবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর কাজে ফিরে আসুন। আমি অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছি। এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং জানি, আমি প্রতিবারই এটা সামলে উঠতে পারবো। সকল মেয়েদের জন্য শুভকামনা রইল…।’
আরও পড়ুন-খুনের মামলায় ঢাকা থেকে গ্রেফতার নুসরত ফারিয়া, আওয়ামি লিগের ঘনিষ্ঠ বলেই কি কোপ?