একাধিক সময়ই অভিনেত্রী শ্রুতি দাসকে অভিযোগ করতে দেখা গিয়েছে যে, কাজ দেওয়া হয় না তাঁকে। এমনকী, তাঁর শ্যামলা রং নিয়েও কটাক্ষের মুখোমুখি হওয়ার কথা, বারবার উঠে এসেছে নায়িকার মুখে। শ্রুতিকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘রাঙা বউ’ ধারাবাহিকে। খবর এবার ফের মেগায় ফিরছেন নায়িকা? কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা নন মধুবনী, সবটাই নতুন ব্যবসার জন্য! 'নোংরা মানসিকতা…', ক্ষোভ উগড়ে দিলেন নেটিনেজেনরা
অনেকদিন ছোট পর্দা থেকে দূরে শ্রুতি। মাঝে যদিও কাজ করেছেন সিনেমা ও সিরিজে কাজ করেছেন নায়িকা। তবে এবার খবর ফের মেগায় ফিরতে চলেছন শ্রুতি। তাঁকে জি বাংলার মেগায় শেষ দেখেছিলেন দর্শকরা। আজকালের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে তিনি ফের জি বাংলার মেগাতেই ফিরবেন। যদিওঁ মেগার কী নাম? নায়িকার বিপরীতে কোন নায়কের দেখা মিলবে? সেই সব বিষয়ে এখনওঁ কিছুই জানা যায়নি।
আরও পড়ুন: ঝাঁপি-দীপের রসায়ন থেকে পাড়ার প্রেম সবটা নিয়ে অকপট আড্ডায় সৌরভ-শুভস্মিতা!
প্রসঙ্গত, 'ত্রিনয়নী' মেগার হাত ধরে বিনোদন জগতে পা রেখেছিলেন নায়িকা। তারপর 'দেশের মাটি' ধারাবাহিকে দিব্যজ্যোতির বিপরীতে নজর কাড়েন তিনি। শ্রুতিকে শেষ দেখা গিয়েছে ‘রাঙা বউ’ ধারাবাহিকে। তারপর হইচইয়ের 'ডাইনি' সিরিজে তাঁকে দেখা গিয়েছিল। এরপর উইন্ডোজ প্রোডাকশন হাউজের 'আমার বস' ছবিতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন মধুবনী? 'প্রস্তুত ছিলাম না…', রাজার সঙ্গে ছবি দিয়ে যা জানালেন নায়িকা
অনেকদিন ছোট পর্দা থেকে দূরে তিনি। সম্প্রতি শ্রুতি জানিয়েছেন তিনি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে থাকছেন। স্ক্রিপ্টের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, 'নতুনের কাজ শুরু হওয়ার মুখে… ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে এবারের শীতে। আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ @aritra_mukherjee’।
আরও পড়ুন:
তার আগে ভানুপ্রিয়া ভূতের হোটেলে কাজ করার খবর দিয়েছেন মিমি চক্রবর্তী। ছবিতে রয়েছেন স্বস্তিকা দত্তও। প্রযোজনা উইন্ডোজের। ইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছেন, ‘এখানে ভূত আর মানুষের দল মিলেমিশে একাকার। আমি মানুষের দলে। চরিত্রটা নিয়ে এখন সেভাবে কিছু বলতে পারব না। তবে, হ্যাঁ এরকম হরর কমেডিতে দর্শক প্রথমবার দেখবেন আমাকে।’ রবিবার ২২ জুন থেকে শুরু হয়েছে সিনেমার কাজ। জানা গিয়েছে যে, উত্তরবঙ্গের লাভাতে শ্যুটিং করছে গোটা টিম।