বুধবার মধুবনী গোস্বামী তাঁর স্বামী রাজা গোস্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান তাঁরা সুখবর দিতে চলেছেন। সেই ছবিতে বেবিবাম্প সহ মধুবনীকে দেখা যায়। আর দেখেই অনেকে অনুমান করেন তবে কি এবার তাঁর দ্বিতীয় সন্তান আসতে চলেছে? অবশেষে মধুবনী সেই সুখবর ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
২০২১ সালে ছেলে কেশবের জন্ম দেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। আপাতত অভিনেত্রীর ছেলের বয়স চার। ছেলের নানা মুহূর্তও তিনি স্যোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ছেলে, স্বামী, শ্বশুর, শাশুড়ি সকলকে নিয়ে সুখে সংসার করছেন নায়িকা। আর তার মধ্যেই নায়িকার পোস্ট, তাঁর দ্বিতীয় সন্তান আসার সম্ভাবনাকে উস্কে দিয়েছিল।
আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন মধুবনী? 'প্রস্তুত ছিলাম না…', রাজার সঙ্গে ছবি দিয়ে যা জানালেন নায়িকা
বুধবার মধুবনী রাজার সঙ্গে গর্ভবতী অবস্থার একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাগ করে লেখেন, ‘আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের নানা রকম আনন্দের সারপ্রাইজ দিয়ে থাকে। আগামিকাল আমরা একটা ঘোষণা করব। একটা ভিডিয়োর মাধ্যমে। বিষয়টা পুরোপুরি অপরিকল্পিত ছিল… সত্যি বলতে, আমিও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাইহোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামিকালকের দিনটাই বেছে নিয়েছি। তোমাদের অফিসিয়ালি জানানোর জন্য। পুনশ্চ- এটা খুবই একটা ভালো খবর। আর এটা আমার পার্লার বিষয়ে কিছু নয়, সম্পূর্ণ অন্য একটা বিষয়ে।’
আর তাঁর এই পোস্ট দেখেই অনেকেই অনুমান করেন, তিনি বুঝি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। তবে সেখানে আবার অনেকেই সন্দেহ প্রকাশ করেও মন্তব্য করেছিলেন, ‘মনে হয় এটা কেশবের সময়ের ছবি।’ আর একজন লেখেন, ‘দ্বিতীয় সন্তান নয়, অন্য কিছু।’
আরও পড়ুন: ঝাঁপি-দীপের রসায়ন থেকে পাড়ার প্রেম সবটা নিয়ে অকপট আড্ডায় সৌরভ-শুভস্মিতা!
আর শেষ পর্যন্ত তাঁদের ধারণাই ঠিক হল। না দ্বিতীয় সন্তান আসছে না রাজা-মধুবনীর। তাঁরা নতুন ব্যবসা শুরু করলেন। আগে মধুবনীর একটি পার্লার ছিল। এবার তাঁরা ব্যাগের ব্যবসা শুরু করলেন। তাঁদের সেই ব্যবসা সংক্রান্ত সমস্ত কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে একটি ভিডিয়ো বানিয়ে বৃহস্পতিবার পোস্ট করেন নায়িকা। ভিডিয়োটির ক্যাপশনে লেখেন, ‘অপেক্ষার অবসান হল। Good News ফাইনালি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, Official Announcement- এর মাধ্যমে।’
তবে তাঁর ব্যবসার এই অদ্ভুত প্রচারে নেটিজেনরা বেশ বিরক্ত। তাঁরা অনেকেই কমেন্টবক্সে ক্ষোভ উগড়ে দিয়েছেন। একজন লেখেন, ‘লজ্জা করে না? মাতৃত্ব নিয়ে এত cheap একটা পাবলিসিটি করতে? আপনি তো একজন মা। নতুন ব্যবসা শুরু করছেন খুব ভালো। তাই বলে মাতৃত্ব নিয়ে এতটা সস্তা পোস্ট করতে ইচ্ছে হল আপনার? ছিঃ। কতটা নোংরা মানসিকতা।’ আর একজন লেখেন, ‘কিন্তু এর সঙ্গে প্রেগনেন্সির ফটো দেয়ার কি সম্পর্ক?’ আর একজন লেখেন, ‘কোন কিছুর শুরু সব সময় সততা দিয়ে করা উচিত এনাউসমেন্ট পোস্ট টা যেমন ভাবে করা হয়েছিল তাতে অর্ধেকের বেশি মানুষই যেটা ভেবেছে আর যেটা আপনারা প্ল্যান করেছিলেন তার মধ্যে বিস্তর ফারাক যাই হোক কোন কিছু শুরু সব সময় সততা বজায় রেখে করবেন।’