২০২১ সালে ছেলে কেশবের জন্ম দেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। আপাতত অভিনেত্রীর ছেলের বয়স চার। ছেলের নানা মুহূর্তও তিনি স্যোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ছেলে, স্বামী, শ্বশুর, শাশুড়ি সকলকে নিয়ে সুখে সংসার করছেন নায়িকা। আর তার মধ্যেই ফের বাড়িতে নতুন অতিথি আসার খবর দিলেন তিনি? রাজার সঙ্গে সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার খবর ভাগ করে নিলেন মধুবনী?
আরও পড়ুন: ঝাঁপি-দীপের রসায়ন থেকে পাড়ার প্রেম সবটা নিয়ে অকপট আড্ডায় সৌরভ-শুভস্মিতা!
কী দেখা গিয়েছে নায়িকার পোস্টে?
খয়েরি রঙের একটি সালোয়ার কামিজে নায়িকাকে ছবিতে দেখা গিয়েছে। আর রাজার পরনে ছিল কালো, সাদা ও খয়েরি রঙের টি-শার্ট। ছবিতে দেখা গিয়েছে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন মধুবনী। আর তার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে নায়িকার উত্থিত পেট। যা দেখে আন্দাজ করাই এটা বেবিবাম্প। অন্যদিকে, রাজাকে হাতের মুদ্রার মাধ্যমে দুই সংখ্যাটা বোঝাতে দেখা যায়। আর যা দেখে খুব স্বাভাবিক ভাবেই দু'য়ে দু'য়ে চার করতে সময় লাগেনি নেটিজেনদের। ফলে ছবি দেখেই অনেকে বলতে শুরু করেন নায়িকা অন্তঃসত্ত্বা।
তবে কেবল ছবি নয়। ছবির ক্যাপশনও এই অনুমানকে আরও খানিকটা উস্কে দিয়েছে। ছবিটি পোস্ট করে মধুবনী লেখেন, ‘আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের নানা রকম আনন্দের সারপ্রাইজ দিয়ে থাকে। আগামিকাল আমরা একটা ঘোষণা করব। একটা ভিডিয়োর মাধ্যমে। বিষয়টা পুরোপুরি অপরিকল্পিত ছিল… সত্যি বলতে, আমিও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাইহোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামিকালকের দিনটাই বেছে নিয়েছি। তোমাদের অফিসিয়ালি জানানোর জন্য। পুনশ্চ- এটা খুবই একটা ভালো খবর। আর এটা আমার পার্লার বিষয়ে কিছু নয়, সম্পূর্ণ অন্য একটা বিষয়ে।’
আরও পড়ুন: 'চাই না এমন সন্তান…', অহনার মেয়ের জন্মের পর কাকে ইঙ্গিত করে চাঁদনীর এই পোস্ট?
নায়িকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, ‘দ্বিতীয় সন্তান আসছে। অনেক শুভেচ্ছা।’ আবার কেউ কেউ সন্দেহও প্রকাশ করেছেন। একজন লেখেন, ‘মনে হয় এটা কেশবের সময়ের ছবি।’ আর একজন লেখেন, ‘দ্বিতীয় সন্তান নয়, অন্য কিছু।’ তবে মধুবনী ও রাজা যতক্ষণ না অফিসিয়ালি ঘোষণা করছেন, ততক্ষণ কিছুই সঠিক ভাবে বোঝা যাচ্ছে না।
প্রসঙ্গত, 'চিরসখা' ধারাবাহিকে ‘কমলিনী’র উকিলের ভূমিকায় সদ্যই দেখা মিলেছিল নায়িকার। তার মধ্যেই অনুরাগীদের সঙ্গে খুশির খবর ভাগ করে নিলেন মধুবনী। অন্যদিকে, রাজাকেও এই মেগাতেই দেখা যাচ্ছে 'বাবিল' ওরফে 'পলাশপ্রিয়'র ভূমিকায়।