শ্রীতমা মিত্রকে সকলে উমা ধারাবাহিক সহ মন দিতে চাই, পাণ্ডব গোয়েন্দা, ইত্যাদির মতো ধারাবাহিকে দেখেছেন। এবার তিনি পা রাখতে চলেছেন বলিউডে। আসতে চলেছে তাঁর প্রথম হিন্দি সিরিয়াল। আর তারই ঝলক এদিন প্রকাশ্যে আনল স্টার প্লাস।
আরও পড়ুন: প্রেমিকার জন্মদিনেই সম্পর্কতে সিলমোহর দিলেন সলমন? লুলিয়ার বার্থডে পার্টিতে একত্রিত গোটা 'খান' - দান
শ্রীতমা মিত্রর নতুন সিরিয়াল
গীতা এলএলবি ধারাবাহিকটি মাত্র কয়েক মাসেই দর্শকদের ঘরে ঘরে জায়গা করে নিয়েছে। অন্য ধারার এই গল্পটি টিআরপিতেও এক নাগাড়ে ভালো ফল করে চলেছে। এবার সেই জন্যই এই মেগার হিন্দি রিমেক আসতে চলেছে। জানা গিয়েছে এই আসন্ন মেগার নাম হবে অ্যাডভোকেট অঞ্জলি অবস্থী। আর তাতেই নাম ভূমিকায় দেখা যাবে শ্রীতমা মিত্রকে।
গীতা এলএলবির মতোই এখানে তার কেস না পাওয়া, বাবার মতো ফালতু উকিলের তকমা পাওয়া, এবং একটি কেসের হাত ধরে জীবন ঘুরে যাওয়ার ঝলক দেখতে পাওয়া যায়। ধরা পড়ে দিল্লির খণ্ডচিত্রও।
প্রথম হিন্দি সিরিয়ালের সুখবর ভাগ করে এদিন শ্রীতমা ফেসবুকের পাতায় একটি পোস্ট লেখেন। সেখানে তিনি ধন্যবাদ জানান ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীকে। তিনি তাঁর সেই পোস্টে লেখেন, 'অবশেষে অপেক্ষার অবসান। চলুন সকলে একত্রিত হয়ে উদযাপন করি অ্যাডভোকেট অঞ্জলি অবস্থীকে। স্টার প্লাসে দেখা যাবে এই সিরিয়াল। এটা ব্লুজ প্রোডাকশন ছাড়া সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ দাদা স্নেহাশিস চক্রবর্তীকে যিনি এটার জন্য কিছু করতে বাকি রাখেননি। অনেক ধন্যবাদ স্টার প্লাসকে আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য।'
আরও পড়ুন: ঋষি কৌশিককে মানসিক রোগী প্রতিপন্ন করতে চেয়েছেন দেবযানী! ১২ বছর পর বিচ্ছেদের পথে তারকা দম্পতি?
জানা গিয়েছে ৮ অগস্ট থেকে শুরু হবে এই মেগা। স্টার প্লাস চ্যানেলে রোজ রাত সাড়ে ৮ টা থেকে দেখা যাবে শ্রীতমা মিত্রর নতুন সিরিয়াল।