
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। অনন্ত রাধিকার বিয়েতেও গোটা বচ্চন পরিবার একসঙ্গে এসেছিল, আর ঐশ্বর্য আর আরাধ্যা আলাদা। ফলে অনেকেই দুইয়ে দুইয়ে চার করছেন সবটা দেখে। এর মধ্যেই আচমকাই ভাইরাল হল ঐশ্বর্য এবং অভিষেকের বিয়ের একটি অদেখা ছবি।
আরও পড়ুন: 'যেন ভয় পায়...' সলমনের বাড়ির সামনে গুলি চালানোর আগে শুটারদের কী নির্দেশ দিয়েছিল আনমোল বিষ্ণোই?
২০০৭ সালের ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। ২ বছরের প্রেমিকাকেই ঘরণী বানান তিনি। কিন্তু এখন তাঁদের সেই সুখী সংসার নাকি ভাঙনের মুখে দাঁড়িয়ে। এর মাঝেই ভাইরাল তাঁদের বিয়ের অদেখা একটি ছবি।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে নতুন কনে এবং বর অর্থাৎ ঐশ্বর্য এবং অভিষেক পাশাপাশি বসে আছেন হাসি মুখে। বিশ্বসুন্দরীর পরনে আকাশি রঙের লেহেঙ্গা। জুনিয়র বচ্চনের পরনে সোনালি রঙের শেরওয়ানি। তাঁদের সামনে জুটিতে নাচ করছেন জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন। তাঁদের দুজনের পরনেই সাদা পোশাক। আশেপাশে অতিথিদের মাটিতে বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে বচ্চন পরিবারের এই সুখী ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।
বাকি তিনটি ছবিতে অভিষেকের বরযাত্রীর ছবি দেখা যাচ্ছে। কখনও তাঁকে বরণ করছেন জয়া। কখনও আবার তাঁরা সকলে মিলে নাচ করছেন। বিয়েতে বরযাত্রীর সকলকেই সাদা রঙের পোশাকে দেখা যাচ্ছে।
এক ব্যক্তি লেখেন, 'সবাই কি একটাই সাদা থান থেকে কাপড় কেটে পোশাক বানিয়েছিলেন নাকি?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'উফ এদের নাটক আর নেওয়া যাচ্ছে না। ডিভোর্সের খবর দিয়ে ঝামেলা মেটান তো।'
প্রসঙ্গত অমিতাভ বচ্চনকে শেষবার কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল ছবিটি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports