সম্প্রতি পথ দুর্ঘটনায় আক্রান্ত হন শিল্পা শিরোদকর। মুম্বইয়ে একটি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে অভিনেত্রীর গাড়ি। তবে সৌভাগ্যবশত গাড়িতে ছিলেন না অভিনেত্রী। তবে দুর্ঘটনার দায় বাস কোম্পানি না নেওয়ায় ক্ষুব্ধ অভিনেত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
বুধবার ইনস্টাগ্রামে শিল্পা একটি পোস্ট শেয়ার করে সকলকে জানান, তার গাড়িটি একটি বাসের ধাক্কায় ভেঙে গিয়েছে। তবে এই দুর্ঘটনার দায় নিয়ে অস্বীকার করেছে ওই বাস কোম্পানি। বাস কোম্পানির সমালোচনা করে অভিনেত্রী জানিয়েছেন, তিনি এই গোটা ব্যাপারটা নিয়ে মুম্বই পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিজের ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
ভাঙ্গা গাড়ির ছবি পোস্ট করে শিল্পা লেখেন, ‘আজ এটি সিটিফ্লো বাস আমার গাড়িতে ধাক্কা মারে। মুম্বাইয়ের অফিসের প্রতিনিধিত্বকারী মিস্টার যোগেশ কদম এবং মিস্টার বিলাস মানকোট আমাকে বলেছেন, এটা তাদের কোম্পানির দায়িত্ব নয়। এটা ড্রাইভারের দায়িত্ব। কতটা নির্মম! একজন ড্রাইভার কত টাকা আয় করে যে ক্ষতিপূরণ দেবে?’
অভিনেত্রী আরও লেখেন, ‘মুম্বাই পুলিশকে অনেক ধন্যবাদ যে তাঁরা আমার অভিযোগ নিয়েছেন এবং আমাকে সাহায্য করেছেন। সৌভাগ্যবশত গাড়িতে যারা ছিলেন তারা সবাই সুরক্ষিত রয়েছেন এবং কেউ আহত হননি। তবে অনেক কিছুই ঘটে যেতে পারত।’
শিল্পা প্রসঙ্গে
১৯৮৯ সালে ‘ভ্রস্টাচার’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন শিল্পা। প্রথম ছবিতেই মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘খুদা গাওয়া’, ‘আখে’, ‘গোপী কিষান’, ‘পেহচান’, ‘বেওয়াফা সনম’, ‘মৃত্যুদণ্ড’-এর মতো বহু ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
২০০০ সালে ‘গজগামিনী’ ছবিতে শেষবার অভিনয় করেছিলেন শিল্পা। ২০১৩ সালের পর তিনি আবার টেলিভিশনের মাধ্যমে ফিরে আসেন। ২০২৪ সালে ‘বিগ বস ১৮’- এ অংশগ্রহণ করেছিলেন তিনি। এই মুহূর্তে শিল্পা তাঁর প্রথম ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত।