বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির জীবন থেকে। কিছু বছর আগে পর্ন কাণ্ডে নাম উঠে এসেছিল এই দম্পতির। এবার ৬০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এই তারকা দম্পতির বিরুদ্ধে। সম্প্রতি মুম্বইয়ের এক ব্যবসায়ী থানায় অভিযোগ জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে।
এই বিতর্কের মাঝেই বৃন্দাবনে আধ্যাত্মিক গুরুপ্রেমানন্দজি মহারাজের কাছে পৌঁছে গেলেন শিল্পা এবং রাজ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। প্রেমানন্দজি মহারাজকে এমন কী বললেন রাজ, যা শুনে অবাক হয়ে গেলেন স্বয়ং গুরুদেব?
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, শিল্পা এবং রাজ দুজনেই প্রেমানন্দজি মহারাজের কথা মন দিয়ে শুনছেন। কথা বলতে বলতেই মহারাজ বলেন, তাঁর দুটি কিডনি অকার্যকর এবং বিগত ১০ বছর ধরে তিনি এই রোগের সঙ্গে লড়াই করছেন। প্রেমানন্দজির মুখে এই কথা শুনে রাজ এমন একটি প্রস্তাব দেন গুরুদেবকে যা শুনে শিল্পাও অবাক হয়ে যান।
গুরুদেবকে রাজ বলেন, ‘আমি গত দুই বছর ধরে আপনাকে দেখছি। আপনি আমার কথা সবার জন্য অনুপ্রেরণা। আপনার স্বাস্থ্যের কথা আমি জানি। যদি আমার কিডনি আপনার প্রাণ বাঁচাতে পারে তাহলে আমি আপনাকে আমার একটি কিডনি দান করতে চাই।’
রাজের মুখে এই কথা শুনে প্রেমানন্দজি মহারাজ বলেন,' তুমি আনন্দে থাকো এটাই আমার জন্য যথেষ্ট। যতক্ষণ না ওপর থেকে ডাক আসে, ততক্ষণ এই রোগের কারণে আমি পৃথিবী থেকে চলে যাব না। তবে তোমার এই প্রস্তাব শুনে আমি ভীষণ খুশি হয়েছি।'
শিল্পার মানসিক উদ্বেগের কথা জানতে পেরে গুরুদেব বলেন, ‘প্রতিদিন রাধা নাম জপ করতে হবে। কেউ যদি প্রতিদিন রাধা নাম জপ করা অভ্যাস করতে পারে, তাহলে সে যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারে।’
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
প্রসঙ্গত, এক ব্যবসায়ীর থেকে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। প্রতারণার শিকার হওয়া ঐ ব্যক্তি মুম্বইয়ের এক ব্যবসায়ী। লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসে ডিরেক্টর দীপক কোঠারির অভিযোগ অনুযায়ী, শিল্পা ও রাজের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট টিভি প্রাইভেট লিমিটেড তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সেই অর্থই আত্মসাৎ করেছেন তারকা দম্পতি, এমনটাই অভিযোগ তাঁর।
তবে ইতিমধ্যেই শিল্পা এবং রাজের আইনজীবী প্রশান্ত পাটেল সংবাদ মাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছেন, এই অভিযোগে কোনও ভিত্তি নেই। এটি একটি পুরনো লেনদেন, যেখানে কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে এবং দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ে। যে অর্থ বিনিয়োগ করা হয়েছিল সেটি সম্পূর্ণভাবে একটি ইকুইটি বিনিয়োগ, এর সঙ্গে ব্যক্তিগত বিনিয়োগের কোনও সম্পর্ক নেই।