বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood: টলিপাড়ার হিসাবে গরমিল! চাঁদার নামে লক্ষ টাকা কে দিচ্ছে ফেডারেশনকে? খরচ হচ্ছে কোথায়? প্রশ্ন তুললেন শতরূপ ঘোষ
পরবর্তী খবর
টলিপাড়াতেও এবার দুর্নীতির অভিযোগ। টলিউডের আপৎকালীন মিটিংয়ে নাকি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। কোভিডে নাকি ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। সিনেমাপাড়া ও ফেডারেশনকে নিয়ে এমনই অভিযোগ প্রকাশ্যে আনলেন বামেদের শতরূপ ঘোষ। নিজের কথার সাপেক্ষে ইনস্ক্রিপ্ট ডট মি-র একটি নিউজ লিঙ্ক তুলে ধরেছেন শতরূপ।
নিজের পোস্টে শতরূপ লিখেছেন, ‘আরেক কিস্তি। হিসেব খাতা ধরে ধরে লেখা হয়েছে। আপৎকালীন মিটিংয়ে নাকি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। কোভিডে নাকি ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। বলা হচ্ছে ৩২ লক্ষ টাকার মাস্ক স্যানেটাইজার কেনা হয়েছে!’
আরও পড়ুন-এবার জুন-নুসরত-শ্রাবন্তীদের সঙ্গে জুটিতে স্বস্তিকা, টলিপাড়ায় নতুন চমক!