৫ সেপ্টেম্বর, দিনটি শুধুমাত্র শিক্ষক দিবস হিসেবে নয় এই দিনটি পরিচালক বিধু বিনোদ চোপড়ার জন্মদিনও বটে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বহু ছবি উপহার দিয়েছেন এই পরিচালক। ৯০ শতকের ‘পরিন্দা’ হোক অথবা বর্তমান যুগের ‘টুয়েলভ ফেল’, একের পর এক অনবদ্য গল্পকে তিনি তুলে ধরেছেন ছবির পর্দায়।
তবে শুধু পরিচালক হিসাবে নয়, একজন প্রযোজক হিসাবেও তিনি ভীষণ পরিচিত। ‘মুন্নাভাই এমবিবিএস’ থেকে শুরু করে ‘পরিণীতা’, বিধু বিনোদ চোপড়ার হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে বহু ছবি। সেই পরিচালককেই এবার জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন শান্তনু মৈত্র।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
বিধু বিনোদ চোপড়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে শান্তনু মৈত্র লেখেন, ‘বিনোদ, তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ শিক্ষক দিবসও বটে, তাই এই দিনটা ভীষণ বিশেষ। তোমার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি। এটা আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ।’
শান্তনু আরও লেখেন, ‘আমরা এমন অনেক গল্প তৈরি করেছি যা মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে। এমন সিনেমা যা সব সময় সকলের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। কিন্তু সিনেমার বাইরেও আমাদের এই বন্ধুত্বকে আমি সব সময় লালন করি। তুমি আমার পরামর্শদাতা, পথপ্রদর্শক। সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে এমন আরও অনেক গল্প তৈরি হোক যা অন্তহীন স্মৃতি তৈরি করে রাখবে।’
তবে শুধু শান্তনু মৈত্র নন, অভিনেতা বিক্রান্ত মাসে ‘টুয়েলভ ফেল’ ছবির একটি দৃশ্যের ছবি শেয়ার করে লেখেন, ‘অনেক অনেক ধন্যবাদ আমার গাইডিং লাইট। হয়তো এমনই হওয়া উচিত একজন শিক্ষককে। ভীষণ ভীষণ ভালোবাসি। শুভ জন্মদিনের শুভেচ্ছা এবং শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা।’
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
প্রসঙ্গত, খুব সম্প্রতি শুরু হতে চলেছে জি বাংলার ‘সারেগামাপা’। এই অনুষ্ঠানের অন্যতম বিচারকের আসনে আবারো দেখতে পাওয়া যাবে শান্তনু মৈত্রকে। হিন্দি হোক অথবা বাংলা, শান্তনু মৈত্রের হাত ধরে তৈরি হয়েছে প্রচুর আইকনিক গান যা মানুষের মনে চিরকাল থেকে যাবে।