২২শে এপ্রিল, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ঘটনায় ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেতারা। অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, করিনা কাপুর সহ আরও অনেকেই শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের বিচারের দাবি তুলেছেন। পহেলগাঁওয়ে এই জঙ্গি হামলায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শাহরুখ খান।
ঠিক কী লিখলেন শাহরুখ?
বুধবার বিকেলে শাহরুখ খান তাঁর ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘পহেলগাঁওয়ে যে বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা ঘটেছে, তাতে দুঃখ ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই। এই কঠিন সময়ে, শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাই। এই পরিস্থিতিতে আমরা যেন একটি জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকি, শক্তিশালী হই এবং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচার পাই।’