অভিনেত্রী মানসী সেনগুপ্ত ১৯ মার্চ বুধবার সকালে মা হওয়ার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। দ্বিতীয়বারের জন্য মা হন তিনি। মেয়ের পর ছেলে হয় অভিনেত্রীর। তাঁর পরিবারে এখন খুশির হাওয়া। সদ্যি একরত্তির ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। আর এবার তাঁর মেয়ে তুহুর কোলে দেখা গেল খুদেকে।
বুধবার অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানে ছোট্ট তুহুর কোলে মানসীর ছেলে গোল্লাকে দেখা যায়। তুহুর পরনে ছিল নীল ও হলুদ রঙের পোশাক। অন্যদিকে, বেইজ রঙের পোশাকে দেখা গিয়েছিল একরত্তিকে। কোলে ভাইকে নিয়ে দোল দিচ্ছিল তুহু। তাঁদের সেই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে অনেকগুলো ‘ইভেল-আই’ ইমোজি ভাগ করে নেন মানসী।
আরও পড়ুন: 'আমার হৃদয় কাঁদছে…', পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শোকাহত মিমি চক্রবর্তী
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা। একজন লেখেন, ‘খুব সুন্দর বন্ধন। কিছু মাস আগে আমিও মা হয়েছি। তোমার ভিডিয়ো দেখে আমি রিলেট করতে পারছি।’ আর একজন লেখেন, ‘ওলে বাবা।’ আর এক অনুরাগী লেখেন, ‘দিদি আর ভাইয়ের বন্ধনটা খুব সুন্দর।’
প্রসঙ্গত, সম্প্রতি নায়িকা তাঁর সদ্যজাতকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। এই পোস্টের মাধ্যমে ছেলের ভালো নাম ও ডাক নাম দুই অনুরাগীদের জানান। তিনি ছবিটি পোস্ট করে লেখেন, এই মানুষটির সঙ্গে আলাপ করুন। আমি আমার অধ্যায় সেনগুপ্তর (গোল্লা) প্রেমে পড়েছি ....আমার জীবনের শেষ প্রেম।'
আরও পড়ুন: ‘এটা বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা…’, পহেলগাঁওয়ে হামলার ঘটনায় সরব শাহরুখ
পাশাপাশি টলি ইনসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মানসী তাঁর ছেলের নাম কীভাবে ঠিক হল সেই নিয়ে নানা কথা ভাগ করে নেন। অভিনেত্রী মজার ছলেই বলেছিলেন, ‘এখনও ওর নাম কী হবে তা নিয়ে বাড়িতে মারপিট চলছে। ওর বাবার সঙ্গেও মারপিট চলছে। ওর বাবা (মানসীর স্বামী অভিজিৎ ঘোষ) এমন এমন সব নাম খুঁজে বের করছে যা দেওয়া সম্ভব নয়। তাই আমি বলেছি অধ্যায় নামটা আমি দেব। এই নামটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এই নামটা আমার বোন (রাইমা সেনগুপ্ত) ঠিক করেছে। ওর নাম হবে অধ্যায় সেনগুপ্ত।’
এরপরই নায়িকা জানান কেন স্বামীর পদবীর পরিবর্তে নিজের পদবী দিতে চান ছেলেকে। এই প্রসঙ্গে মানসী বলেন, 'আমার মেয়ে তো ওর বাবার পদবী পেয়েছে। ওর পদবী ঘোষ। আমি চাই আমার পদবীটাও থেকে যাক। তাই চেয়েছিলাম আমার ছেলে যাতে আমার পদবী পায়।' পাশাপাশি ছেলের ডাক নামও তিনি জানান। অধ্যায়ের ডাক নাম গোল্লা।