সালটা ছিল ২০০৩। ‘মুন্নাভাই এমবিবিএস’ মুক্তির পর দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘মুন্নাভাই’ এবং ‘সার্কিট’। অভিনয়ে করেছেন সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসি। পর্দায় এই দুই চরিত্রের উজ্জ্বল উপস্থিতি দর্শকের মনে দাগ কেটেছিল। এর তিন বছর বিরতির পর ২০০৬ সালে মুক্তি পায় ‘লগে রহো মুন্নাভাই’। সেখানেও বাজিমাত করেছেন এই দুই অভিনেতা। দু’টি ছবিই তুমুল বক্স অফিস সাফল্য পায়।
এরপরই বলিউডে একাধিক সময় গুঞ্জন শোনা গিয়েছিল, মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবির কাজ শুরু হবে। যদিও সে বিষয় চূড়ান্ত কিছু শোনা যায়নি। ২৬ জানুয়ারি আচমকা আরশাদ ওয়ারসির সঙ্গে একটি ছবি টুইট করেন সঞ্জয় দত্ত। আভাস দেন নতুন ছবিতে জুটি বাঁধার। ছবিতে দুই অভিনেতাকে জেলের আসামীর পোশাকে দেখা মিলেছে। দুজনে জেলের গরাদের পিছনে। মুখে বিষণ্ণতার ছাপ।
ছবিটি শেয়ার করে সঞ্জয় দত্ত লেখেন, 'আপনাদের মতো আমাদের প্রতীক্ষারও অবসান ঘটল। আমার ভাই আরশাদের সঙ্গে আরও একটা দারুণ ছবির জন্য জুটি বাঁধলাম। আপনাদের ছবিটা দেখানোর জন্য আর তর সইছে না আমার।’ তবে কী হবে এই ছবির নাম, তা প্রকাশ্যে আনেনি অভিনেতা। আরও পড়ুন: ‘গদর ২’-এর প্রথম ঝলক প্রকাশ্যে, ফের তারা সিং হয়ে ফিরছেন সানি দেওল