পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা যে জঙ্গিহানার সাক্ষী থাকল গত মঙ্গলবার ২২ এপ্রিল সেই ঘটনার কথা পড়ে বারবার শিউরে উঠছে সকলেই। ক্ষোভে ফেটে পড়েছেন আম আদমি থেকে তারকারা। এদিন এই সন্ত্রাসবাদীদের আক্রমণের তীব্র বিরোধিতা করলেন সময় রায়নাও। এদিকে তিনি নিজেই নানা আইনি জটিলতায় জড়িয়ে আছে তার মধ্যে এই ঘটনা যেন উদ্বেগ আরও বাড়াল এই স্ট্যান্ড আপ কমেডিয়ানের।
কী বললেন সময় রায়না?
বুধবার, সময় রায়না সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাঁর সেই ইনস্টাগ্রাম স্টোরিতে এদিনের পহেলগাঁওয়ের বুকে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার বিবরণ রয়েছে। এই পোস্টেই প্রশ্ন তোলা হয়েছে জাতীয় নিরাপত্তা থেকে ইন্টেলিজেন্সের ব্যর্থতা নিয়ে। এই পোস্টটি শেয়ার করে সময় রায়না এদিন লেখেন, 'আজ রাতে আর ঘুম আসবে না।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার কেসে নাম জুড়েছে সময় রায়নারও। বিরল রোগে আক্রান্ত শিশুকে নিয়ে মশকরা করায় স্ট্যান্ড আপ কমেডিয়ানের উপর বিরক্ত শীর্ষ আদালত। একদিকে নিজে যখন এই ঘটনায় জর্জরিত তখন সেই সময় দেশের উপর ঘটে যাওয়া এই ঘটনায় যেন আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন সময়।
কী ঘটেছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায়?
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এঁদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ, ট্যুরিস্ট। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই ঘটনার তীব্র বিরোধিতা, প্রতিবাদ করেছেন।
এই ঘটনার প্রতিবাদে বলিউডের অনেকেই সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, করণ জোহর, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সঞ্জয় দত্ত, প্রমুখ।