২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। আহত আরও ২০। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। ক্ষোভ উগরে কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, প্রমুখরা?
কাশ্মীরের ঘটনার প্রতিবাদে সরব টলিউড
এদিন সুদীপ্তা চক্রবর্তী তাঁর সমাজমধ্যমের পাতায় জম্মু কাশ্মীরের বৈসরন উপত্যকায় যেভাবে ট্যুরিস্টদের তাঁদের ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হল সেটার বিরুদ্ধে ক্ষোভ, রাগ উগরে দিতে দেখা যায়। লেখেন, 'ভূস্বর্গ ভয়ংকর! অসহায় লাগে।'
কিঞ্জল নন্দও গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। তিনি পহেলগাঁওয়ে ট্যুরিস্টদের উপর চলা আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়ে লেখেন, 'আমি চাই ভারত এর জবাব দিক। এ দৃশ্য দেখা যাচ্ছে না। সত্যিই নিতে পারছি না।'
সৃজিত মুখোপাধ্যায় এদিন আবার খানিক ভুল ধরেছেন। লিখেছেন, 'কিছু ভুল মনে হয় শুধরে নেওয়া প্রয়োজন। নির্দোষ হিন্দু নাগরিক, খালি নির্দোষ নাগরিক নয়। নির্মম ইসলামিক সন্ত্রাসবাদ, খালি নির্মম সন্ত্রাসবাদ নয়।' অন্যদিকে এদিন নাট্য ব্যক্তিত্ব তথা পরিচালক সৌরভ পালোধি প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। লেখেন, 'ইসলামিক সন্ত্রাসবাদীদের হাতে হিন্দু পর্যটক খুন। না, আমার এটা বলতে কোনও আপত্তি নেই। আমি ধার্মিক নই, কিন্তু ধর্মের কারণে খুন হলে এটা বলতেও আমার আপত্তি নেই। কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী বলছেন ‘those who’। কেন? হিন্দু খুন বলছেন না কেন? কারণ আমার দেশে হিন্দুরাও নিরাপদ নয়, সেটা রাষ্ট্র নিজেও জানে। কাশ্মীরে হিন্দু পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যার্থ যারা তারাই এই ঘটনায় 'হিন্দু খুন' লিখতে পারছেনা। ঘটনাটা খুবই কষ্ট দিচ্ছে কাল থেকে। কিন্তু প্রশ্ন করতে শিখেছি তাই এই ঘটনা এত সরল ভাবে ভেবে নিতে পারছি না।'
আরও পড়ুন: বক্স অফিসে হুংকার কেশরী চ্যাপ্টার ২-র! ৪০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের ছবি, কী হাল জাট-সিকান্দরের?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে দুঃখপ্রকাশ করে লেখেন, 'হৃদয়বিদারক।' দেবচন্দ্রিমার গলাতেও একই সুর। লেখেন, 'কেন পহেলগাঁও? আমার মনটা ভেঙে গেল।'

ইমন চক্রবর্তী এদিন তাঁর বার্তা লেখেন ভারতীয় সেনার উদ্দেশ্যে। সাফ সাফ গায়িকা লেখেন, 'ভারতীয় সেনা, এই জঙ্গিদের ছাড়বেন না।' শোকপ্রকাশ করেছেন মিমি চক্রবর্তী, দেবলীনা কুমারেরা। এদিন ক্ষুব্ধ অঙ্কুশ হাজরা লেখেন, 'ভালো জায়গা চাই শ্বাস নেওয়ার জন্য। এত দমবন্ধ লাগেনি কখনও।'

কী ঘটেছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায়?
মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এঁদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ, ট্যুরিস্ট। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই ঘটনার তীব্র বিরোধিতা, প্রতিবাদ করেছেন।
এই ঘটনার প্রতিবাদে বলিউডের অনেকেই সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, করণ জোহর, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সঞ্জয় দত্ত, প্রমুখ।