বাংলা নিউজ > বায়োস্কোপ > সলমন-শাহরুখের ভাইগিরি! ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার দিয়ে শুরু হল ‘পাঠান’
পরবর্তী খবর
সলমন-শাহরুখের ভাইগিরি! ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার দিয়ে শুরু হল ‘পাঠান’
1 মিনিটে পড়ুন Updated: 25 Jan 2023, 11:19 AM ISTTulika Samadder
পাঠানের সঙ্গে দেখানো হল সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান-এর টিজার। দেখে নিন আপনিও-
পাঠানের সঙ্গে দেখানো হল সলমনের কিসি কা ভাই কিসি কা জান’-এর টিজার।
সলমন খানের কিসি কা ভাই কিসি কি জানের টিজার দেখানো হল শাহরুখ খানের পাঠান ছবির শুরুতে। আপাতত সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখনও অফিসিয়ালই টিজার মুক্তি পায়নি। পাঠান দেখতে যাওয়া শাহরুখ-ভক্তরাই আগে দেখলেন সলমনের নতুন ছবির ঝলক। হল ভরে উঠল সিটি, আর চিৎকারে। প্রসঙ্গত, এই সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করছেন শেহনাজ গিল। আরও পড়ুন: বড়-বড় উৎসবকেও হার মানাল পাঠান, দেখুন কী বিশেষ আয়োজন করল শাহরুখের ফ্যান ক্লাব
ট্রেলার শুরু হচ্ছে সলমনের মরুভূমির মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার দৃশ্য দিয়ে। যেখানে গিয়ে তিনি পূজা হেগড়ের সঙ্গে দেখা করেন। টিজারটি ভরে আছে অ্যাকশন সিন আর ড্রামায়। সলমনের স্টারডম ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিয়োজুড়ে। দেখে নিন আপনারাও-
প্রায় বেশিরভাগ দর্শকই প্রস্তুত ছিলেন না এমন চমকের জন্য। একজন টুইট করেছেন, ‘সৎ স্বীকারোক্তি: আমি আশা করিনি... তবে এটা ব্যাপক টিজার। সব জায়গায় ব্লকবাস্টার বলছে। গায়ে কাঁটা দিল।’ আরেকজন লিখলেন, ‘আমাদের #ShehnaazGill বড় পর্দায় #SalmanKhan এর সাথে। সেটাও দক্ষিণ ভারতীয় লুকে। উফফফ। কাকে ছেড়ে কাকে দেখব!’ আরও পড়ুন: সুহানার ছবিতে এ কেমন কমেন্ট করলেন পাপা শাহরুখ! সবার সামনে ঠাট্টা ‘পাঠান’-এর
কিসি কা ভাই কিসি কি জান ফরহাদ সামজি পরিচালিত। সলমন-শেহনাজ ছাড়া রয়েছেন পূজা হেগড়ে এবং পলক তিওয়ারি। ২১ এপ্রিল ঈদে ছবিটি মুক্তি পাবে।