দিনকয়েক আগেই দুবাইয়ের এক ইভেন্টে যোগ দিয়েছিলেন শাহরুখ খান-কন্যা সুহানা খান। আর সেই ইভেন্ট থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। আর মেয়ের এই পোস্টে খানিক ট্রোল করে নিলেন পাপা শাহরুখ নিজেই। প্রথম ছবিতে, সুহানা হল্টার-নেক কালো গাউনে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। পরের ছবিতে তিনি মা গৌরী খান এবং শানায়া কাপুরের পাশে দাঁড়িয়েছিলেন । শেষ দুটি ছবিতে তিনি একটি গোলাপি রঙের বডিকন পোশাক পরে।
এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে শাহরুখ লিখলেন, ‘খুব মার্জিত শিশু… বাড়িতে যে পাজামা পরে সারাক্ষণ ঘুরতে থাকো তার থেকে একেবারে আলাদা।’ বাবাকে জবাবে অবশ্য শুধু ‘@iamsrk ধন্যবাদই’ লিখেছেন সুহানা। অনন্যা পাণ্ডে মন্তব্য করেছেন, ‘সুন্দরী মেয়ে সুজি’। শানায়া কাপুর লিখলেন, ‘আমার সুউউউউউউউ’।
সুহানা, গৌরী এবং শানায়া কাপুর সম্প্রতি এই অনুষ্ঠানের জন্যই দুবাই গিয়েছিলেন। সেখান থেকে একটি পার্টিতেও যোগ দিয়েছিলেন তাঁরা, যেখানে কেন্ডাল জেনারও উপস্থিত ছিলেন। সুপার মডেলের সঙ্গে তাঁরাও ছবিও তুলেছেন।
জোয়া আখতারের Netflix অরিজিনাল The Archies-এর মাধ্যমে সুহানা-র বলিউড কেরিয়ারে হাতেখড়ি হতে চলেছে। সুহানা ছাড়াও, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরের অভিষেকও হবে এই সিনেমা দিয়ে। ছবিটি আইকনিক কমিকস দ্য আর্চিসের ভারতীয় রূপান্তর।
শাহরুখের পাঠান মুক্তি পেল ২৫ ডিসেম্বর বুধবার। ছবিতে কিং খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামও। শাহরুখের এই স্পাই থ্রিলার নিয়ে আপাতত চারিদিকে উন্মাদনা। তার একটা বড় কারণ হল চার বছর এক মাস পর বড় পরদায় এলেন শাহরুখ। কলকাতায় ৬৫-৭০ শতাংশের মতো টিকিট প্রিবুক হয়ে গিযেছিল। ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে শো। এখন শুধু রিভিউ সামনে আসার অপেক্ষা।
পাঠানের পরে আসবে শাহরুখ খানের জাওয়ান। এটা তাঁর হোম প্রোডাকশন রেড চিলিজ-এর ছবি। পরিচালনায় আটলি। ২ জুন এই সিনেমাটির মুক্তি পাওয়ার কথা। বছরের শেষে অনুরাগীরা শাহরুখকে রাজকুমার হিরানির পরবর্তী ছবি ডাঙ্কি-তে দেখতে পাবেন। চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিখানা।
এই খবর আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup