
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সম্প্রতি খাতরো কী খিলাড়ি ১৪ তে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেল। এবারের অসীম রিয়াজ একটি পর্বে জানান এবার এই রিয়েলিটি শো নিয়ে দর্শকদের মধ্যে যত উন্মাদনা দেখা যাচ্ছে সবটাই নাকি তাঁর জন্যই। এমনকি তিনি পয়সার গরমও দেখান। জানান প্রতি ছয় মাসে তিনি গাড়ি বদলান। আর তাঁর এই আচরণেই মর্মাহত হয়েছেন রোহিত শেট্টি। জানিয়েছেন কখনও তিনি এমনটা দেখেননি।
এদিন খাতরো কী খিলাড়ি ১৪ এর একটি পর্বের ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রোহিত অসীমের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, 'দর্শকরা আর আমরা সবাই দেখেছি যে গত স্টান্টের পর কী হল। ১০ বছর হয়ে গেল এই শো করছি। যথেষ্ট জনপ্রিয় শো। এখনও পর্যন্ত প্রায় ১৫০-২০০ প্রতিযোগী খেলে গিয়েছেন। কখনও আমি ওদের বকেছি। কখনও ওদের নিজেদের পয়েন্ট অব ভিউ ছিল। কিন্তু আজ যেটা হয়েছে সেটা আগে কখনও হয়নি।'
আরও পড়ুন: ফেডারেশন - পরিচালকদের সংঘাত চরমে, এরই মাঝে নতুন ধারাবাহিকের শ্যুটিং করলেন অনিন্দ্য! কাজ করলেন সুজিতও
তিনি এদিন আরও বলেন, 'আমি খুবই শকড হয়েছি। জীবনে একটা সময়ের পর বয়সের থেকে ছোট সহকর্মীদের থেকে এমন অসভ্যতা করে তখন চুপ করে থাকা ছাড়া উপায় থাকে না। কিন্তু এটা মনে রাখতে হবে, এই শো রিয়াজ বা আমার জন্য জনপ্রিয় নয়।'
প্রসঙ্গত এদিন একটু টাস্ককে কেন্দ্র করে অশান্তি শুরু হয় অভিষেক এবং অসীমের মধ্যে। তারপরই তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সতর্কতা ছড়াতে এবার বেঙ্গল পুলিশের হাতিয়ার রূপম ইসলামের গান! কী নিয়ে সাবধানবাণী শোনালেন রকস্টার?
আরও পড়ুন: 'তোকে কতটা ভালোবাসি সেটা...' কাছে নেই ছেলে, অগস্ত্যর জন্মদিনে মনখারাপি পোস্ট হার্দিকের
গত ২৭ জুলাই থেকে সম্প্রচার শুরু হয়েছে খাতরো কী খিলাড়ি সিজন ১৪ এর। কালার্স টিভিতে দেখা যাচ্ছে এই শো। এছাড়া জিও সিনেমাতেও দেখা যাচ্ছে। রোহিত শেট্টিই সঞ্চালক হিসেবে আছেন বরাবরের মতো।
৳7,777 IPL 2025 Sports Bonus