
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন তৈমুর আলি খানের ন্যানি ললিতা ডিসিলভা। তিনি কেবল, সইফ করিনার বড় ছেলে নয়, জেহরও দেখভাল করেছেন। তবে বর্তমানে তিনি রাম চরণের মেয়ে ক্লিনের দেখভাল করেন। কিন্তু পতৌদি প্রাসাদে তাঁর থাকার অভিজ্ঞতা কেমন সেটাই এদিন ভাগ করে নিলেন। কী সুবিধা পেতেন সেটাও জানাতে ভুললেন না।
আরও পড়ুন: তৃতীয়বার এমপি হয়েই কথা রাখলেন দেব, ঘাটাল মাস্টারপ্ল্যান অধরা থাকলেও কোন প্রতিশ্রুতি রাখলেন এদিন?
সম্প্রতি হিন্দি রাশ নামক একটি পডকাস্ট শোতে এসেছিলেন ললিতা ডিসিলভা। সেখানেই তিনি জানিয়েছেন পতৌদি প্রাসাদে থাকার অভিজ্ঞতা কেমন। তাঁর কথায়, 'পতৌদি প্রাসাদে থেকে ঘুরে বেড়ানো, মজা করা সবই যেত। আলাদাই ব্যাপার। ভীষণ বড় প্রাসাদ আর বেশ খোলামেলা। ২০০-৩০০ বছর পুরোনো হবে, আমি ঠিক জানি না। সইফ স্যার এখনও বাড়িটার সুন্দর দেখভাল করে রাখেন। আর বলেন তিনি চিরকাল এটা করে যাবেন। উনি ওখানে থাকতেই ভালোবাসেন। আসলে উনি তো ওখানেই জন্মেছেন, বড় হয়েছেন। তাই এই বাড়িটায় তাঁর অনেক স্মৃতি আছে।'
আরও পড়ুন: জীবনের সবথেকে 'বড় রিস্ক' সুমনের কথাতেই নিয়েছিলেন সৃজিত! 'তোমাকে চাই' শুনে কোন কাণ্ড ঘটান?
পতৌদি প্রাসাদকে অনেকেই ইব্রাহিম কোঠি বলেও জানেন। এটি ১৯৩৫ সালে পতৌদিরা বানিয়েছিলেন। হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত এই প্রাসাদ। সইফ এখন এই প্রাসাদের মালিক। আর আগে এটির মালিক ছিলেন মনসুর আলি খান পতৌদি।
করিনা কাপুর এবং সইফ আলি খান ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুটি সন্তান আছে তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খান ওরফে জেহ। প্রসঙ্গত করিনা সইফের দ্বিতীয় পক্ষের স্ত্রী। এর আগে তিনি অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে করেছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports