
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজকাল বেশ অভিনব কায়দায় বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। আর এই বিষয়ে মোটেই পিছিয়ে নেই কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মাঝে মধ্যেই তাঁদের ফেসবুক পোস্ট নজর কাড়ে নেটিজেনদের। আগুনের গতিতে ভাইরাল হয় সেসব। এবার আবারও ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি ভিডিয়ো ভাইরাল হল। আর সেখানে সতর্কতা ছড়াতে ব্যবহার করা হয়েছে রূপম ইসলামের গান।
আরও পড়ুন: তৃতীয়বার এমপি হয়েই কথা রাখলেন দেব, ঘাটাল মাস্টারপ্ল্যান অধরা থাকলেও কোন প্রতিশ্রুতি রাখলেন এদিন?
এদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাস্তায় একটি ছেলে বাইক চালাচ্ছে। থুড়ি বাইক নিয়ে স্টান্ট করছে। আর শেষ বাইক থেকে ছিটকে পড়ে যায় কায়দা করতে গিয়ে। এই ভিডিয়ো পোস্ট করে শেষে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফে লেখা হয় 'নেমেসিসের সঙ্গে মোলাকাত করবেন কেন? কোনও বাইক স্টান্ট নয় প্লিজ।' দেওয়া হয় সেফ ড্রাইভ সেভ লাইভের বার্তাও। আর বলাই বাহুল্য এই ভিডিয়োর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল রূপম ইসলামের বিখ্যাত গান নেমেসিস।
নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রায় হাজারবার শেয়ার করা হয়েছে। খোদ রূপম পত্নী রূপসা দাশগুপ্ত এই পোস্ট শেয়ার করেছেন। তিনি লেখেন, 'কী শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ! দারুণ লাগল।'
আরও পড়ুন: জীবনের সবথেকে 'বড় রিস্ক' সুমনের কথাতেই নিয়েছিলেন সৃজিত! 'তোমাকে চাই' শুনে কোন কাণ্ড ঘটান?
আরও অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বাংলা গান ব্যবহার করার জন্য অসংখ্য ধন্যবাদ। মাথায় রাখতে হবে আপনারা বাংলার পুলিশ বাংলার জনগণকে সাবধান করছেন তাই বাংলা ভাষায় ব্যবহার করবেন এটাই আশা রাখি, এটাই কাম্য।' আরেকজন লেখেন, 'ওখানে লেখা উচিত ছিল, পূর্বপুরুষদের সাথে দেখা করার জন্য এত উতলা কেন! আরও কিছুদিন পৃথিবীতে কাটিয়ে দেখুন এই পৃথিবী অনেক সুন্দর।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'গানগুলো যিনি সিলেক্ট করেন তাকে স্যালুট।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports