একটা সময় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পেতেন, নিজেকে শিক্ষিত ভাবতে ভয় পেতেন। মেয়েদের জীবন ছিল চার দেওয়ালের মধ্যে বন্দী। এমন একটি সমাজে বেলা হয়ে উঠেছিলেন প্রত্যেক মেয়েদের জন্য এমন একজন মানুষ, যাকে দেখে বারবার নিজেকে ভালবাসতে ইচ্ছা করে।
বেলা কখনও কার্টুনিস্ট, কখনও আবার সরকারি চাকরিজীবী নিজেকে প্রমাণ করেছিলেন। কিন্তু সব থেকে বেশি পরিচিতি পেয়েছিলেন রান্নার বই লিখে। একের পর এক রান্নার বই তিনি লিখে গিয়েছেন আগামী প্রজন্মের জন্য। কিন্তু এই স্বাধীনতা কি এত সহজে এসেছিল?
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীিত ‘বেলা’ ছবির ট্রেলার, যেখানে প্রতিটি পদে দেখানো হয়েছে তাঁর জীবনের সংগ্রামের কথা। বিয়ের পর পড়াশোনা করে বিদেশে স্বামীর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যখন তিনি স্বামীকে অন্যের হয়ে যেতে দেখেন।
কিন্তু সবকিছু মেনে নিয়ে চুপ করে থাকলে যে চলে না। তাই বেলা নিজেকে ভালবাসতে শুরু করলেন। বিদেশে এক প্রতিবেশীর কাছে শিখতে শুরু করলেন রান্না। দেশে ফিরে ধীরে ধীরে নিজের স্বপ্ন তৈরি করতে সাহায্য করলেন। রেডিও জকি হয়ে নিজেকে প্রমাণ করলেন।
সমাজের পিছিয়ে থাকা মানুষকে বিশেষ করে মেয়েদের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখলেন তিনি। ভয় না পেয়ে, পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়াই ছিল তাঁর কাছে মুক্তি। ট্রেলারের প্রতিটি দৃশ্যে যেন নারী শক্তির সংগ্রামের চিহ্ন ছড়িয়ে থাকতে দেখা যায়।
ট্রেলার প্রকাশ্যে এনে হ্যাংলা হেঁশেল ক্যাপশনে লিখেছে, 'ঘরের চার দেওয়ালের মধ্যে কত স্বপ্ন , ইচ্ছা চাপা পড়ে যায় তা আজও কারও জেনে ওঠা হয়না। 'বেলা দে' তাঁদের কথাই বলেছেন প্রায় ৭৫ বছর আগে। রূপালি পর্দার 'বেলা' হয়ত নতুন করে স্বপ্ন দেখাবে। আপনাকে হয়ত বলবে আজকের 'বেলা' আপনি, আপনিই। ইচ্ছে করবে, নিজেকে ভালোবাসতে।'
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
উল্লেখ্য, অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতে ঋতুপর্ণা ছাড়া অভিনয় করেছেন পদ্মনাভ দাশগুপ্ত, দেবদূত ঘোষ, দেবপ্রতিম দাশগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী এবং ভদ্রা বসু।