হেলিকপ্টার এলার পর ফের বলিউডে ঋদ্ধি সেন। এবার তাঁকে দেখা যাবে অনুরাগ কাশ্যপের আগামী ছবিতে। জানা গিয়েছে এই ছবিটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। সম্প্রতি অনুরাগ কাশ্যপ নিজেই তাঁর এই আগামী ছবির সম্পূর্ণ কাস্ট ঘোষণা করেছেন। সেখান থেকেই জানা গিয়েছে ঋদ্ধি ছাড়াও এই ছবিতে আর কারা কারা থাকবেন।
আরও পড়ুন: তন্ময় - রথিজিৎ - ইন্দ্রদীপদের কঠিন নজরদারিতে চলছে গ্র্যান্ড অডিশন, কবে থেকে আসছে সা রে গা মা পা?
অনুরাগ কাশ্যপের আগামী ছবিতে ঋদ্ধি সহ থাকছেন কারা?
বিগত বেশ কিছুদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে ঋদ্ধি সেন আবার টলিউডের গণ্ডি ছাড়িয়ে বলিউডে পা রাখতে চলেছেন। এবার সেই খবরে সিলমোহর পড়ল। জানা গেল কৌশিক পুত্র সত্যিই অনুরাগ কাশ্যপের আগামী থ্রিলারে অংশ হতে চলেছেন।
আরও পড়ুন: প্রথমবার রান্নাঘরে ঢুকেই কেলেঙ্কারি বাঁধান ঋদ্ধিমা! গৌরব বললেন, 'পারলে একটা লাঠি দিয়ে...'

এদিন অনুরাগ কাশ্যপ নিজেই তাঁর এই আগামী ছবির সম্পূর্ণ কাস্ট প্রকাশ্যে আনেন। জানা গিয়েছে অনুরাগের এই ছবিতে হৃতিক প্রেয়সী সাবা আজাদ, জোজু জর্জ, জিতেন্দ্র যোশী, সানিয়া মালহোত্রা, ববি দেওল, প্রমুখকে দেখা যাবে।
আরও পড়ুন: 'কী দুর্ধর্ষ একটা সফর...', মিস ইউনিভার্স খেতাব জয়ের তিন দশক পার, নস্টালজিয়ায় ভাসলেন সুস্মিতা
কী নিয়ে হচ্ছে ছবিটা?
জানা গিয়েছে অনুরাগ কাশ্যপের এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হচ্ছে। একটি ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে ইচ্ছেকৃত ভাবে ফাঁসিয়ে দেওয়া হয়। সেই গল্পকে কেন্দ্র করেই নির্মিত হবে ছবিটি। অনুরাগের এই ছবিটির প্রযোজনা করবেন নিখিল দ্বিবেদী। নিখিল এর আগে স্ক্যাম ১৯৯২, অ্যান্থনি গোঁসালভেস, ইত্যাদি ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন। তবে এই প্রথম তিনি অনুরাগের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।