রোডিজ অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। দেখতে দেখতে এই শোয়ের ১৯ টা সিজন হয়ে গিয়েছে। এবার আসছে সিজন ২০। আর সেই শোয়ের প্রোমো এদিন প্রকাশ্যে এল। সেখানেই দেখা গেল অনুরাগীদের পছন্দের টিম লিডার নেহা ধুপিয়া, রণবিজয় সিং তো থাকছেনই। সঙ্গে থাকছেন গতবারের টিম লিডার রিয়া চক্রবর্তী এবং প্রিন্স নারুলা। এছাড়া নতুন টিম লিডার হিসেবে রোডিজ শোয়ে যুক্ত হচ্ছে বিগ বস খ্যাত এলভিস যাদব।
আরও পড়ুন : খাদান - বহুরূপীকে টেক্কা দিয়ে WBFJA অ্যাওয়ার্ডসে সৃজিতের জয়জয়কার! পদাতিক - টেক্কা - অতি উত্তম পেল কটা মনোনয়ন?
আরও পড়ুন : হয়েছেন হাসিনা - খালেদার 'বর্বরতা'র শিকার! তবুও তসলিমা লিখলেন, 'বদলার বদলে ইউনুসের অত্যাচারের বিরুদ্ধে সরব...'
রোডিজ শোয়ের প্রোমো
এই শোয়ের প্রোমোতে দেখা যাচ্ছে রিয়া চক্রবর্তী কান্নায় ভেঙে পড়েছেন। একই সঙ্গে জানাচ্ছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে বিতর্ক তৈরি হয়েছিল তাঁকে ঘিরে সেটার পর তাঁকে বিস্তর ঝামেলা পোহাতে হয়েছে কাজ পেতে। রীতিমত স্ট্রাগল করতে হয়েছে। সেই সময় তিনি দারুণ ভেঙে পড়েছিলেন বলেও জানান।
আরও পড়ুন : 'তুমি সুপারস্টার', সমালোচনা নয়, রোহিতের প্রশংসা প্রাপ্য 'নিঃস্বার্থ' ভাবে দলের কথা ভাবার জন্য! দাবি ফারহানের
অন্যদিকে প্রোমোতে এও দেখা যায় প্রিন্স এবং এলভিসের মধ্যে ধুন্ধুমার লেগেছে। প্রিন্স বরাবরই মেজাজ গরম ধরনের, এবার এই শোয়ের শুরুতেই তাঁকে এলভিসের সঙ্গে হাতাহাতি করতে দেখা যাবে সেটার ইঙ্গিত মিলল প্রোমো ভিডিয়োতেই।
তবে এই সিজন যে অন্যান্য সিজনের তুলনায় অনেকটাই আলাদা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। একদিকে যেমন অভিজ্ঞ বা বহু পরিচিত টিম লিডাররা থাকবেন, তেমনি থাকবেন নবাগতরা। প্রসঙ্গত আগের সিজনে দেখা মেলেনি রণবিজয়ের, তাঁকে মিস করছিলেন দর্শকরা, তাই তাঁদের দাবিতেই ফিরলেন আবারও। ফলে দুইয়ের মিশেলে যে শো দারুণ ভাবে জমে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন : 'মিষ্টত্বটাই তেতো করে দিয়েছে', সা রে গা মা পা -এ আরাত্রিকার 'গানওয়ালা'য় না - খুশ ইন্দ্রদীপ! ভিন্ন মত রেখে প্রশংসা ইমনের
আরও পড়ুন : সা রে গা মা পা -এ অতনু - অনীকের নাচো নাচো গানের সঙ্গে নাচ দেখে মাটিতেই বসে পড়লেন শান্তনু! মুগ্ধ ইমন বললেন, 'এটাই তো অস্কারজয়ী…'