রোডিজের ২০ তম সিজন আসছে। এটা এই শোয়ের কাছে একটা মাইলস্টোন বলা যায়! এবারের এই আসন্ন সিজনের ত্যাগলাইন হল রোডিজ ডাবল ক্রস। গোটা গেমটাই চলবে বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসের উপর ভর করে। আর এই শোয়ের এবার সঞ্চালক হয়ে ফিরছেন রণবিজয় সিং।
রোডিজের সঞ্চালক হচ্ছেন রণবিজয়
বিগত কুড়ি বছর ধরে চলে আসছে এই শো। এটা হিন্দি বিনোদন জগতের অন্যতম সেরা রিয়েলিটি শো হয়ে দাঁড়িয়েছে। এই শো থেকে একাধিক নতুন ট্যালেন্ট উঠে এসেছে। এবার আবার এই শোয়ের এই মাইলস্টোন সিজনে সঞ্চালক হয়ে ফিরছেন রণবিজয়। প্রসঙ্গত তিনি রোডিজের প্রথম সিজনের বিজয়ী হয়েছিলেন। এরপর তাঁকে নানা সময় রোডিজের সঞ্চালক, প্রতিযোগীদের গাইড, মেন্টর হিসেবে দেখা গিয়েছে। বলা যায় রোডিজ বলতেই এখন অনেকেই রণবিজয় বোঝেন। দুটো যেন একে অন্যের পরিপূরক।
এই আসন্ন নতুন সিজন প্রসঙ্গে এদিন রণবিজয় জানিয়েছেন, 'রোডিজ আর এখন আমার যাচ্ছে কেবল একটা শো নেই। এটা একটা ইমোশন হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। এটা আমার কমফোর্ট জোন। আমি বাড়ি ফিরলাম। গত দুই দশক ধরে অদম্য প্যাশন, জেদ এবং অসংখ্য স্বপ্নের দ্বারা চালিত হচ্ছে এই শো। এটা একটা প্ল্যাটফর্মের থেকে অনেক বেশি। এটা এই দেশের যুবকদের কাছে একটা সিম্বল। কীসের? সাহস, ইচ্ছে এবং জেদের। আমি খুব ভাগ্যবান যে আমি এটার অংশ। আমার তর সইছে না এই নতুন সফর শুরু করার জন্য।'
আরও পড়ুন: পানিপুরি নাকি ফুচকা, কৌন বনেগা ক্রোড়পতিতে জোর তর্ক সোনু - শ্রেয়ার! অমিতাভের ভোট গেল কোন দিকে?
রোডিজের ২০ তম সিজন প্রসঙ্গে কী জানা গেল?
রোডিজের এবারের সিজনের উন্মাদনা পৌঁছবে আলাদা লেভেলে। এবারের সিজনের সিম্বল ডাবল ক্রস। অর্থাৎ কাউকে বিশ্বাস করা যাবে না। সবটাই বিশ্বাসঘাতকতা নিয়ে হবে। প্রতি মোড়েই বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে। পরীক্ষা দিতে হবে বিশ্বাসকে। ফলে গোটা বিষয়টাই দারুণ চ্যালেঞ্জিং হবে।