রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘বিনোদিনী’ ছবি পরিচালনা করে চলতি বছরেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। এবার পালা এই বছরের দ্বিতীয় ছবির। আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে রাম কমল মুখোপাধ্যায়ের ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার।
রাম কমল মুখোপাধ্যায় তাঁর আসন্ন ছবির যে পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, তিনটি জানলা। তিনটি তিন রকমের জানলা, যা সম্ভবত বলবে তিনটি আলাদা আলাদা জীবনের গল্প। প্রথম জানলাটি বনেদি আকারের যেখানে ঝুলছে একজোড়া মোজা।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
দ্বিতীয়টি ৯০ দশকের জানলা যেখানে একটি ছোট্ট শিশুর জামা ঝুলছে, তৃতীয় জানলাটি একেবারে আধুনিক আকারের যেখানে ঝুলছে এক দম্পতির অন্তর্বাস। ছবি দেখে স্পষ্ট, তিন ভিন্ন জীবনের গল্প বলবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’।
ছবিটি প্রকাশ্যে এনে রাম কমল মুখোপাধ্যায় লেখেন, ‘আমার আগামী বাংলা ছবির টিজার পোস্টার। আশীর্বাদ আর ভালোবাসা দিন আমাদের এই নতুন প্রচেষ্টাকে। এই নতুন ছায়াছবির প্রযোজনা সংস্থা এঞ্জেল ক্রিয়েশন এবং আমার পুরো টিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’
ছবির পোস্টারে শুধু ছবির নাম নয়, প্রকাশ্যে এসেছে অভিনেতা-অভিনেত্রীর এবং ছবি মুক্তির তারিখ। খুব সম্ভবত প্রথম দম্পতির ভূমিকা অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গে থাকবেন পাওলি দাম। দ্বিতীয় দম্পতির ভূমিকায় অভিনয় করবেন সঙ্গীতা সিনহা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে চান্দ্রেয়ী ঘোষ।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
তৃতীয় দম্পতির ভূমিকায় এই প্রথম জুটি বাঁধবেন রাজনন্দিনী এবং জন ভট্টাচার্য। সঙ্গে সায়নী ঘোষ। ছবির কলাকুশলীদের নাম দেখেই বোঝা যাচ্ছে কতটা অসাধারণ ছবি হতে চলেছে এটি। আগামী ৭ নভেম্বর অর্থাৎ চলতি বছরের প্রায় শেষের দিকে মুক্তি পেতে চলেছে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি।
যদিও সবে ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। এবার একে একে মুক্তি পাবে ছবির টিজার, ট্রেলার এবং কলাকুশলীদের ঝলক। পরিচালকের হাত ধরে আবার একটি অন্যরকম ছবি দেখার জন্য প্রস্তুত দর্শকরা।