
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কিছুদিন আগেই খবরটা প্রকাশ্যে এসেছিল, দীর্ঘ ৭ বছর পর আবারও বলিউডে ফিরতে চলেছেন আতিফ আসলাম। উড়ি হামলার পর ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল পাকিস্তানি শিল্পীদের। কিন্তু এবার একটি ছবিতে ফের আতিফকে দিয়ে গান গাওয়ানো হবে বলেই জানা গিয়েছিল। এবার তার ঘোরতর বিরোধিতা করল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মান সেনা বা এমএনএস। তাঁরা রীতিমত বলিউডের প্রযোজকদের হুমকি দিয়েছেন। তাঁদের কথায় তাঁরা সেই সব প্রযোজকদের দেখে নেবেন যাঁরা আতিফ আসলামকে বলিউডে ফিরিয়ে আনার জন্য, একটি ছবিতে গান গাওয়ানোর জন্য রেড কার্পেট বিছাচ্ছেন।
আতিফ আসলাম ভারতে এসে বা বলিউডের জন্য গান গাক চান না রাজ ঠাকরের দলের সদস্যরা। এই মহারাষ্ট্র নবনির্মান সেনার সিনেমা উইংয়ের প্রেসিডেন্ট অমেয় খোপকর জানিয়েছেন যাঁরা একটি কোর্টের রায়ের উপর ভিত্তি করে আতিফ আসলামকে এখানে ফিরিয়ে আনতে চাইছেন বা গান গাওয়াতে চাইছেন তাঁদের আগে সেই বিষয়ে কাগজ দেখতে হবে।
আরও পড়ুন: বুল ছবির প্রস্তুতি শুরু, শারীরিক কসরত করে নিজেকে আমূল পাল্টে ফেলেছেন সলমন! দেখুন সেই ছবি
তিনি এদিন আরও জানান 'পাকিস্তানি শিল্পীদের এখানে একেবারেই সহ্য করা হবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাকে আবারও এই কথাগুলো বলতে হচ্ছে।' প্রসঙ্গত এই প্রথম নয়, আগেও অমেয় খোপকর ২০২২ সালে যখন পাকিস্তানি ছবি দ্য লেজেন্ড অব মৌলানা জাট মুক্তি পেয়েছিল দেশে তার বিরোধিতা করেছিল।
একই সঙ্গে তিনি এদিন অরিজিৎ সিংকেও একহাত নেন তিনি আতিফ আসলামকে সমর্থন করেছেন বলে। এদিন অমেয় তাঁর বক্তব্যে বলেন, 'মহারাষ্ট্র নবনির্মান সেনার এটাই বক্তব্য থাকবে। খালি বলিউড নয়, ভারতের কোনও ভাষার ইন্ডাস্ট্রিতে যেন কোনও পাকিস্তানি শিল্পীকে দিয়ে কাজ না করানো হয়। কেউ ভুলেও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন না।'
আরও পড়ুন: দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে 'তৃপ্ত' নন দোলন! বললেন, 'মানিয়ে নিয়েছি, নইলেই অশান্তি...'
দীর্ঘ ৭ বছর পর ফিরে আতিফ আসলামকে লাভ স্টোরি অব ৯০ ছবিতে গান গাইতে শোনা যেত। তিনি এই ছবিতে একটি রোম্যান্টিক গান গাইবেন বলেই জানা গিয়েছিল। ছবিটির প্রযোজনা করছেন সঙ্গানি ব্রাদার্স মোশন পিকচার্স। ছবিতে অভিনয় করবেন অধ্যয়ন সুমন এবং দিভিতা রাই।
আতিফ আসলাম এর আগে একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন। উপহার দিয়েছেন একাধিক হিট গান। এর আগে তিনি টাইগার জিন্দা হ্যায়, রেস ২, কিসমত কানেকশন, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। ভারতে বহু ভক্ত আছে তাঁর।
আরও পড়ুন: 'অত ক্যালকুলেটিভ নই...' লোকসভা নির্বাচনের আগে পর্দায় কামব্যাক করেও কেন এমন বললেন দেবশ্রী?
এদিন লাভ স্টোরি অব ৯০ এর পরিচালক অমিত কাসারিয়া হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আতিফ আসলামের যদি বিষয়টা ভালো না লাগত তাহলে তিনি কাজটাই করতেন তিনি। তিনি পাকিস্তানি গায়ককে আগে মেইল করেছিলেন বলেই জানান। দুই দেশের বন্ধুত্বের বিষয়েও কথা বলেন। এরপর আতিফ তার মতো রিসার্চ করে সম্মতি জানান এই। কাজ করতে। গানটির শুটিংয়ের বিষয়ে পরিচালক জানান, 'আতিফ ভয়ঙ্কর অসুস্থ। তারপরেও ও অন্য একটি শহরে এসে গানটি রেকর্ড করেছে।' যে গানটি নিয়ে এত ঝামেলা সেটা কম্পোজ করেছেন রাহুল নায়ার। শিমলার প্রেক্ষাপটে গানটি শুট করা হবে বলেই জানা গিয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports