
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দীপঙ্কর দের বড় মেয়ে তাঁর বর্তমান স্ত্রী দোলন রায়ের থেকেও বয়সে বড়। তবুও কোনও কিছুই যেন তাঁদের সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারেনি। ১৯৯৭ সাল থেকে তাঁদের আলাপ, চেনা, জানা। ২০২০ সালে সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে বিয়েও করেন তাঁরা। বর্তমানে দুজনের সুখী গৃহকোণ। এ হেন তারকা জুটির প্রেম কাহিনি যেন রূপকথা। বর্তমানে বর্ষীয়ান অভিনেতার বয়স ৮০ ছুঁই ছুঁই। অন্যদিকে দোলন রায়ের বয়স সদ্যই ৫০ এর গণ্ডি টপকেছে। এমন অবস্থায় তাঁদের দুজনের শারীরিক সম্পর্ক কেমন? একে অন্যের সঙ্গে সমীকরণ, রসায়নই বা কেমন? খোলসা করলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি নিবেদিতা অনলাইন নামক একটি ইউটিউব চ্যানেলের মুখোমুখি হয়েছিল দোলন রায়। সেখানেই তিনি জানান বর্তমানে তাঁর এবং দীপঙ্কর দের মধ্যে শারীরিক সম্পর্ক কেমন। কোনও রাখঢাক না সংকোচ না রেখেই অভিনেত্রী জানিয়েছেন, 'একটা সময় পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপর যা হওয়ার ছিল সেটাই হল। অন্যান্য সব মেয়েরা যেমন কম্প্রোমাইজ করে নেয়, সেটাই করলাম। নইলে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়।'
আরও পড়ুন: মেয়ের সঙ্গে শামিকে দেখাই করতে দেন না হাসিন! ক্রিকেটারের কথায়, 'খুব কম কথা হয়, কিন্তু কে আর...'
আরও পড়ুন: 'হাইব্রিড নাকি?' মিঠিঝোরা দেখে হেসে খুন নেটপাড়া, কী এমন দেখানো হল মেগায়?
তিনি এই সাক্ষাৎকারে আরও জানান, 'ও আমার জীবনে প্রায় প্রথমই। আমিও স্যাচুরেটেড হয়ে গিয়েছি। ও ওর এই বয়সে এসে পারা না পারা নিয়ে স্যাচুরেটেড হয়ে গিয়েছে। আসলে মানুষটাকে এতটা ভালোবাসি যে এগুলো কখনই খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। কিছুটা মানিয়ে নিয়েছি। ওকে কোনও কিছুই অনুভব করতে দিইনি। ও বুঝলে সম্পর্কটা কি ঠিক থাকত?'
দোলন রায় আগেও বহুবার বহু সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁদের সম্পর্কের বিষয়ে। সেখানে তিনি বলেছেন তাঁর কোনও অসুখ বিসুখ হলে দীপঙ্কর দে আগলে রাখেন। যদিও ভয় পেয়ে কিছু ভুলচুকও করে ফেলেন অভিনেতা। এমনটাই মত দোলনের। তাঁদের ভালো থাকার চাবিকাঠিই হল তাঁদের একে অন্যের প্রতি এই যত্ন, ভালোবাসা।
প্রসঙ্গত দীপঙ্কর দে'কে সম্প্রতি বিজয়ার পরে ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে ছিলেন মমতা শঙ্কর। দর্শক, সমালোচকদের থেকে ভালোই রিভিউ পেয়েছে এই ছবি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports