
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আগামীতে সলমন খানকে বুল ছবিতে দেখা যাবে। আর তিনি সেই ছবির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সদ্যই অভিনেতা সেই প্রস্তুতির ছবি প্রকাশ্যে আনলেন। সবাইকে চমকে দিয়ে দেখালেন এই বয়সে এসেও তিনি ঠিক কতটা বদলে এনেছেন তাঁর শরীরে গঠনে। সলমন তাঁর বান্দ্রার বাড়ি থেকেই এই ছবিগুলো পোস্ট করেন।
এদিন অভিনেতা যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তাঁকে একটি কালো রঙের ভেস্ট পরে থাকতে দেখা যাচ্ছে, সঙ্গে একটি টুপি এবং অলিভ রঙের প্যান্ট পরেছিলেন। সঙ্গে উঁকি দিচ্ছিল তাঁর বাইসেপ যা তিনি এই ছবির জন্য আরও ভালো ভাবে তৈরি করেছেন। এছাড়া পেটাই চেহারা তো আছেই। বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে অভিনেতা নাকি চুপি চুপি বুল ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। টাইগার ৩ মুক্তি পাওয়ার পর থেকেই নাকি তিনি এই ছবির জন্য তৈরি হচ্ছেন। এদিন তিনি ছবিগুলো পোস্ট করতে সেই কথ প্রমাণিত হল।
আরও পড়ুন: 'অত ক্যালকুলেটিভ নই...' লোকসভা নির্বাচনের আগে পর্দায় কামব্যাক করেও কেন এমন বললেন দেবশ্রী?
বুল ছবিটির পরিচালনা করবেন বিষ্ণুবর্ধন। জানা গিয়েছে এই ছবির মূল বিষয়বস্তু হবে দেশপ্রেম। সলমন খানকে এই ছবিতে ব্রিগেডিয়ার ফারুক বুলসারার চরিত্রে দেখা যাবে। সূত্রের খবর অনুযায়ী এই চরিত্রের জন্য নাকি অভিনেতাকে তুমুল শারীরিক পরিবর্তন করতে হবে। প্রচুর শরীর চর্চা করতে হবে।
১৯৮৮ সালে মালদ্বীপে চলা অপারেশন ক্যাকটাসের বাস্তব জীবনের হিরোর চরিত্রে ধরা দেবেন তিনি এই ছবিতে। ছবিটির প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ফেব্রুয়ারি থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।
আরও পড়ুন: দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে 'তৃপ্ত' নন দোলন! বললেন, 'মানিয়ে নিয়েছি, নইলেই অশান্তি...'
আরও পড়ুন: 'এই বসন্তে প্রেম নেই, তবে...', হাত ছেড়েছেন নবনীতা, এবার কার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কাটাচ্ছেন জিতু?
বুল ছবির জন্য সলমনকে বেজায় কসরত করতে হচ্ছে। তিনি রোজ ৩.৫ ঘণ্টা করে তুমুল ভাবে শরীর চর্চা করছেন এখন। এমনকি খাদ্যাভাসেও বদল এনেছেন তিনি।
সলমন খানকে শেষবার টাইগার ৩ ছবিতে দেখা গিয়েছিল। এটি বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল। টাইগার ফ্র্যাঞ্চাইজি এবং একই সঙ্গে যশরাজ স্পাইভার্সের নতুন ছবি ছিল এটি। এখানে সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমিকে দেখা গিয়েছিল প্রধান ভূমিকায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports