এবার মাসিক কিস্তিতে দেখতে পারবেন সিনেমা। পিভিআর আইনক্স লিমিটেডের পক্ষ থেকে নিয়ে আসা হল বড় সুযোগ। চালু হতে চলেছে ‘PVR INOX পাসপোর্ট’। সিনেপ্রেমীদের জন্য থাকছে মাসিক সাবস্ক্রিপশন পাস। যেখানে প্রতি মাসে কিছু টাকা দিয়ে ১০টা অবধি সিনেমা দেখা যাবে।
১৬ অক্টোবর থেকে নেওয়া যাবে মাসিক সাবস্ক্রিপশন পাসটি। সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে খরচ হবে ৬৯৯ টাকা। সাবস্ক্রিপশন পাসটি সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কাজ করবে। IMAX, Gold, LUXE এবং Director's Cut এর মতো প্রিমিয়াম পাওয়া যাবে না এই পাস দিয়ে।
করোনা-পরবর্তী সময়ে ও ওটিটি-র টক্করে যেভাবে হলে গ্রাহক আসার সংখ্যা দিনদিন কমছে, তাতে প্রলেপ দিতেই এই পদক্ষেপ পিভিআরের।
পিভিআর-এর কো সিইও গৌতম দত্ত জানালেন, জওয়ান, পাঠান, সালারের মতো বড় ছবি দেখতে দর্শক এলেও ছোট ছবিতে দর্শক হচ্ছে না। ফলে ছোট সিনেমাগুলির অনেক ক্ষতি হচ্ছে, আর বড় সিনেমাগুলি আরও ফুলেফেঁপে হচ্ছে। এক সমীক্ষায় হলে আগত দর্শকদের প্রতি সপ্তাহে সিনেমা দেখতে না আসার কারণ জিজ্ঞাসা করলে সকলেই ‘বাজেট’-এর কথা বলে। আর তাতেই এই মাসিস সাবস্ক্রিপশনের অফার। পিভিআর আইনক্স লিমিটেডের আশা এভাবে দর্শককে আবার হলমুখী করা সম্ভব হবে।
পিভিআর সম্প্রতি তাঁদের খাদ্য আর পানীয়ের দামও কমিয়েছে ৪০ শতাংশ। সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা অবধি ৯৯ টাকায় থাকছে ফুড কম্বো।
'PVR INOX পাসপোর্ট' ন্যূনতম তিন মাসের সাবস্ক্রিপশনে নিতে হবে। অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। এক ব্যক্তির ‘সিনেমা পাসপোর্ট’ অন্য কেউ ব্যবহার করতে পারবে না। হলে দেখার আগে সেক্ষেত্রে দেখাতে হবে সরকারি বৈধ পরিচয়পত্র।