আর কিছুদিন পরেই বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর এবং পিয়ার সংসারে আসছে নতুন সদস্য। ভাবছেন তার ঠিক আগেই প্রেম নিয়ে কার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন অভিনেতা? পূর্ণার জন্য। এই তো, মাত্র মাসখানেক আগেই নববর্ষের সময় জুটি বেঁধে বড় পর্দায় এসেছেন তাঁরা, এবং ম্যাজিক করে জিতেছেন দর্শকদের মন। অর্থাৎ কিলবিল সোসাইটির পূর্ণা এবং মৃত্যুঞ্জয় ওরফে আনন্দ কর বা পরমব্রত চট্টোপাধ্যায়। আর এদিন পূর্ণা অর্থাৎ কৌশানির জন্মদিন। নায়িকার জন্মদিনে নায়ক শুভেচ্ছাবার্তা পাঠাবে না তাই কখনও হয়! কৌশানি মুখোপাধ্যায় ৩৩ বছরে পা দিতেই একটি মন ভালো করা বার্তা লিখলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: 'আমার বার্থডে দুর্গাপুজোর মতো...' কেন এমন বললেন কৌশানি? জন্মদিনে কী কী প্ল্যান 'পূর্ণা'র?
কৌশানির জন্মদিনে পরমব্রত চট্টোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
এদিন কিলবিল সোসাইটি থেকে একটি দৃশ্যের ছবি পোস্ট করেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে পরমব্রত কিছু বলছেন আর তাঁর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন কৌশানি। এই ছবিটি পোস্ট করে পরমব্রত লেখেন, 'দুটো মানুষের প্রেমে পড়াটাও তো একটা মিরাকল বটে! আজকের জন্য প্রেম-টেম, কিল-বিল সবটা একটু পাশে সরিয়ে রেখে বলি… শুভ জন্মদিন, কৌশানি। আশা করি সামনে দিনগুলো হবে আরও রঙিন, আরও আনন্দময়।'
অভিনেতার এই পোস্টে অনেকেই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'শুভ কামনা রইল। জীবন সহনীয় এবং আনন্দময় হোক। শুভ জন্মদিন।' কেউ আবার লেখেন, 'ড্ডো ভালো অভিনয় করেছেন দুজনে,শুভেচ্ছা রইল কৌশানি।' তৃতীয় ব্যক্তি কিলবিল সোসাইটির প্রসঙ্গ টেনে লেখেন, 'বহুদিন পর কোনও চরিত্রের প্রেমে পড়লাম, পূর্ণা আইচ দুর্দান্ত!'
আরও পড়ুন: 'মোবাইল ট্যাব কী জানেই না' ইউভান-ইয়ালিনি! সন্তানদের কীভাবে ব্যস্ত রাখেন শুভশ্রী?
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
কিলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। এছাড়া আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু প্রমুখ। এই ছবিতে আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়ের চরিত্রের। গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।
কৌশানি মুখোপাধ্যায়ের বার্থডে প্ল্যান
এদিন টলি অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশানি মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার জন্মদিনটা দুর্গাপুজোর মতো। আজ অষ্টমী, কাল নবমী, পরশুদিন দশমী। ১৮ তে গিয়ে কাটবে রেশটা। তারপর আমি বাইরে চলে যাচ্ছি। প্ল্যান বলতে গেলে ভ্যাকেশন।’ কৌশানি এদিন আরও জানান, 'কাল পুজো দিয়ে দিন শুরু করব। তারপর একটা বিরাট লাঞ্চের আয়োজন থাকবে, যেটা আমি খেতে ভালোবাসি। তাই আমার বাবা নিজের হাতে পোলাও বানাবে। বনির মা আসবে। আমার জন্য খাবার বানাবে। চিংড়ি, মাটন....। যদিও আমি মাটন খাই না। ওটা বনির জন্য। আমি যদিও আলু ঝোল খাই। মিষ্টি দই, ফিশ ফ্রাই। কালকে আমি প্রচুর খাব। কালকে আমি কোনও ডায়েটে নেই। আজও আমি নেই। কাল রাত থেকে ডায়েট ভেঙে ফেলেছি। এখন ডায়েটের সঙ্গে দেখা হবে ছুটি কাটিয়ে আসার পর। ওই আর কি কাল খাব। তারপর রাতে একটা সারপ্রাইজ হয়তো থাকবে। আমি মোটামুটি এক মাস ধরে জন্মদিন সেলিব্রেট করি।'