তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর…. ডিভোর্সের ২ বছর যেতে না যেতেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধছেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। তাঁরা যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই খবর বেশ কয়েক মাস ধরেই টলিপাড়ার আনাচে-কানাচে ঘোরফেরা করছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করে সোমবার, ২৭শে নভেম্বর গাঁটছড়া বাঁধছেন পরমব্রত-পিয়া।
বিদেশিনী চিকিৎসক ইকার সঙ্গে লম্বা সময় সহবাস করেছেন পরমব্রত, একটা সময় তাঁদের বিয়ের কথাও প্রায় পাক হয়ে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডের সুন্দরীর সঙ্গে করোনাকালেই ভেঙে যায় পরমের সম্পর্ক। এরপর আচমকাই পরমের জীবনে এন্ট্রি পিয়ার! সংগীতশিল্পী অনুপম রায়ের বিয়ের ভাঙার পিছনেও বারবার উঠে এসেছিল পরমব্রতর নাম। তবে পিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে বন্ধুত্বের বাইরে অন্য নাম দিতে চাননি পরমব্রত।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আইবুড়ো তকমা ঘুচিয়ে অবশেষে ৪৩ বছরের পরমব্রত আজ মালা দেবেন পিয়ার গলায়। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা তথা পরিচালক তিনি। টলিউডের পাশাপাশি কাজ করছেন বলিউডেও। পরমব্রতর ব্যক্তিগত জীবনে বরাবরই আগ্রহ দর্শকদের, কেরিয়ারের গোড়া থেকেই একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। সম্পর্ক নিয়ে এমনিতে খোলামেলা হলেও পিয়ার ক্ষেত্রে শুরু থেকেই সাবধানী তিনি।
অনুপম-পিয়ার বিয়ে ভাঙার জন্য তাঁর দিয়ে আঙুল উঠলে বিরক্তি প্রকাশ করেছিলেন পরমব্রত। পিয়ার সঙ্গে তাঁর সম্পর্ককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে নায়ক জানিয়েছিলেন, ‘দুটো মানুষ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে, সেখানে হামলে পড়ে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেনসেশন তৈরি করাটা কাঙ্খিত নয়। …. প্রথমে শুনে খুব বিরক্ত হয়েছিলাম। খুব খারাপ লেগেছিল।'
পরমব্রত-পিয়ার সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেও কম ফিসফিসানি হয়নি। বছর দেড়েক আগে পরমব্রত এক সাক্ষাৎকারে পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘এটা বন্ধুত্ব। আমি সত্যি জানি না আমি বিয়ের জন্য প্রস্তুত কিনা, দীর্ঘস্থায়ী কোনও সম্পর্কের জন্য আমি নিজে তৈরি কিনা আমি সেটাও এই মুহূর্তে বলতে পারব না।’ তবে এই দেড় বছরে বদলেছে অনেককিছুও। পরমব্রত ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’ তকমা ঘোচাতে সফল হলেন পিয়া।
পরমব্রতর নিয়মিত যাতায়াত রয়েছে পিয়ার বাড়িতে, সেই কথাও জানা গিয়েছিল। মাঝে প্রেমিক পরমব্রত ছবির শ্যুটিংয়ে লন্ডনেও উড়ে গিয়েছিলেন পিয়া, বলে কানাঘুষো শোনা গিয়েছিল। সম্প্রতি পিয়া এবং তাঁর মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয়ও দেখা গিয়েছিল, যা নভেম্বরে বিয়ের জল্পনা উস্কে দেয়। অবশেষে জানা গেল ২৭শে নভেম্বরই সেই শুভদিন।
আজ বিকালে ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারবেন পরমব্রত-পিয়া। ইন্ডাস্ট্রি থেকে সেভাবে আমন্ত্রিত নন কেউই, তবে পরম-পিয়ার কাছে যারা সহকর্মী নন, বরং বন্ধু তাদের অবশ্যই দেখা মিলবে বলে খবর।