জি বাংলা সারেগামাপা চলছে দুর্দান্তাবে। টিআরপি তালিকাতেও বেশ ভালো নম্বর তুলছে এই মেগা। তবে পর্দার সামনে যেমন মস্তি চলছে, তেমনই পর্দার পিছনেও। এই যেমন ইমন চক্রবর্তী একটি ভিডিয়ো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যাতে নিজের ব্যাগে কী আছে তা খুলে দেখেলেন জোজো।
শ্যুটের ব্রেকেই জোজোর কাছে ইমনের আবদার, ব্যাগের মধ্যে কী আছে দেখাতে হবে। স্পোর্টিংলি জোজোও রাজি হয়ে যান। এরপর একে একে ব্যাগ থেকে বের করতে থাকেন জিনিস। নিজেই মেনে নিলেন, ব্যাগে পুরো সংসার নিয়ে ঘোরেন তিনি।
জোজোর ব্যাগ থেকে প্রথমেই বের হল ওয়ালেট। একটি নীল রঙের বড়সড় টাকা ব্যাগ। তারপর বেরলো বই। জানালেন, সবসময় ব্যাগে একটা বই রাখেন তিনি। কম পড়া হোক বা বেশি। এরপর বের হল চাবির গুচ্ছ, লিপস্টিক, একটা ভিনটেজ আয়না। জানালেন, সব ব্যাগে একটা করে নোটবুকও রাখেন জোজো। সঙ্গে নানা ধরনের নোটবুক জমানোর শখ আছে বলেও প্রকাশ করলেন।
আরও পড়ুন: দীপিকা-আলিয়াদের শাড়ি পরিয়ে আয় লাখ-লাখ! স্কুল পাশ করেননি ডলি জৈন, কতদূর লেখাপড়া?
এছাড়াও জোজোর ব্যাগে পাওয়া গেল ২টি পারফিউম, চিরুনি, অতিরিক্ত একটি মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক, হ্যান্ড ক্রিম, চশমা, চার্জার। এমনকী, ব্যাগে পাসপোর্টও রাখেন বলে জানালেন জোজো। যাতে কখনও শর্ট নোটিসে এয়ারপোর্ট যেতে হলেও কোনও সমস্যা না হয়। বাড়ি থেকে বের হল পেপার সোপের একটি ছোট কৌটও।
আরও পড়ুন: এখনই নেবেন না বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ-র পারিশ্রমিক! জ্যাকিকে বাঁচাতে এগোল অক্ষয়
এছাড়াও মেয়ে বাজোর থেকে পাওয়া একটি ছোট্ট উপহারও সবসময় ব্যাগে রাখেন জোজো। যাতে রয়েছে ৫টি ছোট ছোট ছবি একটি প্লাস্টিকের বাক্সে ভরা। এই ৫টি ছবি হল তাঁর জীবনে পালন করা ৫টি চরিত্র- মেয়ে, বউ, মা, তারপর দুই সন্তানের মা, আর সবশেষে পারফরমার।
আরও পড়ুন: ‘এরকম খয়েরি রং, রোগা টিঙটিঙে…’! শাহরুখ খানকে দেখে নাক সিঁটকে আর কী বলেন জুহি?
দুই সন্তানের মা জোজো। মেয়ের বয়স ২৮ বছর। ডাকেন বাজো বলে। পরবর্তীতে করোনাকালে একটি পুত্র সন্তানও দত্তক নিয়েছেন গায়িকা। নাম রেখেছেন আদি। গায়িকা বলেন, ‘আমার কাছে দু’জনের মধ্যে কোনও তফাত নেই। আমার মনে হয় না, দত্তক সন্তানের প্রতি ভালবাসায় কোনও রকম ফারাক হয়।’