
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কেকেআর-এর সহ-মালিক শাহরুখ খান ও জুহি চাওলার জুটি একসময় বেশ জনপ্রিয় ছিল বলিউডে। রাজু বন গ্যয়া জেন্টলম্যান, ডর, ইয়েস বস, কাভি হা কাভি না, ভূতনাথের মতো একাধিক ছবিতে কাজ করেছেন দুজনে। তবে শুনলে অবাক হবেন, প্রথমদিকে বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক, রোম্যান্সের বাদশা কিং খানকে দেখেই নাক কুঁচকেছিলেন জুহি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহিকে বলতে শোনা গেল, কীভাবে প্রযোজক বিবেক বাসওয়ানি তাঁকে শাহরুখের ব্যাপারে বর্ণনা করেছিলেন। তখনও তিনি চিনতেন না সদ্য বলিউডে পা রাখা ছেলেটিকে। রাজু বন গ্যয়া জেন্টলম্যান ছিল তাঁদের প্রথম কাজ একত্রে। আর এই সময় বিবেক শাহরুখ খানের বর্ণনা দিতে গিয়ে তুলনা টানেন আমির খানের সঙ্গে। যার সঙ্গে কেয়ামত সে কেয়ামত তক-এ কাজ করে ফেলেছিলেন জুহি।
আরও পড়ুন: দুবাইতে বেলি ডান্সে মজলেন অরিন্দম শীল! পরিচালকের রঙিন মেজাজে বুঁদ সোশ্যাল মিডিয়া
জুহির কথায়, ‘তখন আমি ইন্ডাস্ট্রিতে নতুন। রাজু বন গ্যয়া জেন্টলম্যানের কথা হচ্ছে। সেই সময় প্রযোজক বিবেক বাসওয়ানি তাঁকে বলেন, তাঁর হিরো খুব বিখ্যাত, কাজ করেছে ফৌজিতে। আর দেখতে অনেকটা আমির খানের মতো। আমিও মনে মনে সুন্দর দেখতে একটা ছেলে, চকোলেট বয় লুক ভেবে রেখেছিলাম ঠিক আমিরের মতো।’
আরও পড়ুন: এই কাজ করেও সামনে আনেননি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন, দিন ২ পরে নিজেই দিলেন ছবি
‘এরপর সেটা গিয়ে আমি তো অবাক। রোগা, টিঙটিঙে, খয়েরি রং, সাদা রঙের একটা শার্ট পরে আছে। মোটা ঠোঁট, মোটা নাক। আমার মনে হচ্ছিল, এটা কি হল, এটা তো আমার সঙ্গে ধোকা হল। আমি জিজ্ঞেস করেছিলাম, কোন অ্যাঙ্গেল থেকে আপনাদের একে আমির খানের মতো লাগছে!’, আরও যোগ করেন জুহি।
আরও পড়ুন: বিবৃতির সঙ্গে সহবাসের খবর! ম্যাচিং সাদা পোশাকে দেবলীনা-তথাগত, কী চলছে ৩ তারকার?
তবে জুহির মনে প্রথমদিকে একটু দ্বিধা তৈরি হলেও, পরে তিনি শাহরুখের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন। মজা করে অভিনেত্রী এই প্রসঙ্গে বলেছিলেন, ‘দেখো ওকেও স্টার বানিয়ে দিলাম আমি’।
যদিও বর্তমানে শাহরুখ আর জুহি-র সম্পর্ক সহকর্মীর থেকেও বেশি। শুধু যে তাঁরা কেকেআর-এর বিজনেস পার্টনার তাই নয়, বছরখানেক আগে যখন মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল, তখন আরিয়ানকে ছাড়িয়ে আনতে ১ লাখের বন্ড জমা দিয়েছিলেন জুহি-ই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports