এই মুহূর্তে ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে ব্যস্ত সুপারস্টার দেব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে প্রচার করছেন তিনি। পেশাগত দিকের পাশাপাশি মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের জন্যেও বারবার বিতর্কে জড়িয়ে যান এই অভিনেতা।
‘ধূমকেতু’ ছবি ট্রেলার লঞ্চে শুভশ্রীর সঙ্গে একমঞ্চে আসার পর রীতিমতো উত্তাল হয়েছিল নেট দুনিয়া। প্রাক্তন প্রেমিকার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার সাহস কজনের থাকে! খুব স্বাভাবিকভাবেই দেব এবং শুভশ্রীর সেই ইন্টারভিউ ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
তবে এখানেই শেষ নয়, ‘ধূমকেতু’ ছবির মুক্তির পরেই দেব এবং শুভশ্রীর মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝিও সকলের নজরে আসে। কেউ শুভশ্রীর হয়ে কথা বলেন কেউ আবার রুক্মিনীর হয়ে। কেউ আবার দেবের হয়ে সাফাই গান। সব মিলিয়ে দেবের প্রেম জীবন বারবার উঠে আসে খবরের শিরোনামে।
তবে' ধূমকেতু' মুক্তির পর সঙ্গীত বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে যখন দেবকে জিজ্ঞাসা করা হয়, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ কে? উত্তরে দেব শুভশ্রী বা অন্য কোনও টলি নায়িকার নাম নেন না। দেব যার নাম বলেন তিনি হলেন বলিউডের সুন্দরী নায়িকা দিয়া মির্জা।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
হ্যাঁ, দিয়া মির্জাকেই প্রথম মন দিয়েছিলেন দেব। যদিও শুধু দেব নন, ৯০ শতকে প্রায় বহু পুরুষের ক্রাশ ছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে মাধবনের সঙ্গে ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ সিনেমায় দিয়ার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন তরুণ প্রজন্ম। একজন অসাধারণ নায়িকা হিসেবে নয়, বিশ্বসুন্দরী হিসেবেও নয়, একজন অসাধারণ মানুষ হিসেবে বারবার মানুষের মন কেড়েছেন দিয়া মির্জা।

প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে ঘটতে পারে, তার জন্য ইতিমধ্যেই কলকাতার কমিশনারের সঙ্গে বৈঠক সারেন অভিনেতা। দর্শকদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সেই দিকে সর্বদা কড়া নজর সাংসদ তথা অভিনেতা দেবের।