কিছু কিছু মানুষের কাছে গান শুধু মাত্র বিনোদনের অংশ, আবার কিছু কিছু মানুষের কাছে গান আত্মকথা প্রকাশের মাধ্যম। তেমনই একজন হলেন অভিজিৎ। এর আগেও নানা গান দর্শকদের তিনি উপহার দিয়েছেন। আর এবারও নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দর্শকদের জন্য নিয়ে আসছেন পুজোর গান।
পুজো মানেই আলোয় মোড়া শহর, দোকানে দোকানে জামা কাপড় কেনার ভিড়, পুজোর ছবি আর পুজোর গান। তবে বর্তমানে প্লেব্যাকের জন্য কিছুটা হলেও পুজোর গানে ভাটা পড়েছে। তবে সেই ধারা অব্যহত রাখতেই পুজোয় শ্রোতাদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হতে চলেছেন অভিজিৎ পাল। আসছে তাঁদের নতুন গান ‘চোখের তারা তুই’। গানটি গেয়েছেন নচিকেতা। ইতিমধ্যেই গানের রেকর্ডিং হয়ে গিয়েছে।
আরও পড়ুন: রবিবারও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! 'সন অফ সর্দার ২' ও 'ধড়ক-২'-এরই প্রথম সপ্তাহান্তে আয় কত?
নচিকেতার দর্শনে বাঁচেন এমন মানুষ যাঁরা আছেন তাদের মধ্যে অভিজিৎ অন্যতম। অভিজিতের জানান নচিকেতা তাঁকে শিখিয়েছেন, ‘একার বাঁচাকে স্বার্থপরের বাঁচা বলে। সবাইকে নিয়ে বাঁচাই তো সত্যিকারের বাঁচা।।’ স্কুল জীবন থেকেই নচিকেতার আদর্শে পথচলা শুরু অভিজিতের। নচিকেতার গান অভিজিৎ কে প্রেমে পড়তে শিখিয়েছেন, লড়তে ও প্রতিবাদের ভাষা শিখিয়েছেন। অভিজিতের কথায়, ‘আমার কাছে গান বা সিনেমা বানানো আসলে নিজের ভাবনার বা ইচ্ছের বহিঃপ্রকাশ। আমার কাছে গান বা সিনেমা সমসাময়িক প্রতিবাদের গল্প।’
আরও পড়ুন: প্রেম করছেন পর্দার ‘ঝিলিক’ তিথি! জানেন তাঁর প্রেমিকের আসল পরিচয়?
ইতিমধ্যেই লেকটাউনের ‘ষ্টুডিয়ো ওয়ার্ল্ড’-এ রেকর্ডিং হয়ে গিয়েছে তাঁদের নতুন গান।অভিজিৎ বরাবর নতুনদের খুঁজে তাঁদের নিয়ে কাজ করে চলেছেন। এবারও তেমন একজনকে বেছে নিয়েছেন। ‘চোখের তারা তুই’ গানে নিজের কথা শোনাবে তরুণ তুর্কি আসানসোলের চিরঞ্জীব। গানের দর্শন, ভাবনা ও কথা অভিজিৎ পালের। সুর করেছেন অভিজিৎ এরই আবহে তৈরী কৌশিক মুখোপাধ্যায়। মিউজিক আররেঞ্জমেন্ট সামলেছেন সপ্তক সানাই। গানের ভিডিয়োগ্রাফির দায়িত্ব রয়েছেন সিদ্ধার্থ চক্রবর্তী।
আরও পড়ুন: 'অনেক ব্যথা লুকিয়ে রেখেছি…', ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট বিতর্কের পর ব্রেকআপ নিয়ে মুখ খুললেন রণবীর!
নতুন গান ‘চোখের তারা তুই’ প্রসঙ্গে নচিকেতা বলেছেন, ‘ভালো কম্পোজিশন, বড্ড ভালো লেখা।’ পুজোর আবহে মুক্তি পাবে এই গান।