প্রেম করছেন 'মা' ধারাবাহিক খ্যাত তিথি বসু। এই খবর অবশ্য বেশ কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল। আসলে তিনি নিজেই খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন। মার্চে গিয়েছিলেন মানালী সফরে। সেখানেই তিনি খোঁজ দিয়েছিলেন মনের মানুষের। তবে সেখানে অবশ্য তাঁর পরিচয় সামনে আনেননি। এবার অবশেষে প্রেম প্রসঙ্গে কথা বললেন নায়িকা।
মার্চ মাসের মানালি সফর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিথি। সেখানেই সাদা কালো ছবিগুলোতে দেখা যাচ্ছিল তিনি একা নয়, তাঁর সঙ্গে আছেন আরও একজন। তিনি তাঁর প্রেমিক। যদিও তিথি বা তাঁর প্রেমিক কারও মুখ দেখা যায়নি তখন।
আরও পড়ুন: 'পৃথিবীর সেরা প্রেমিকা', প্রেরণাকে গার্লফ্রেন্ড ডে'তে সার্থকের আদুরে বার্তা! কেক কেটে হল উদযাপন
একটি ছবিতে তাঁরা বরফ ঢাকা পাহাড়ে সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন, আর একটিতে দু'জন মিলে দূরে দেখছে। আর তৃতীয় ছবিতে প্রেমিকের বুকে মুখ লুকিয়েছেন তিনি। এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, 'আমি ওঁর, আর ও আমার। শেষ পর্যন্ত শুধু আমি আর সে।' যদিও এই পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটা ডিলিট করে দেন। তারপর প্রায় চারমাস পর শনিবার প্রেমিকের সঙ্গে ফের একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে প্রেমিকের মুখ একটি স্টিকার দিয়ে ঢেকে দেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ভুলে যাই, শুধু তুই মনে থেকে যা।’
কিন্তু এত রাখ ঢাক করে কেন ছবি পোস্ট? প্রেমের শুরুই বা হল কবে? এই প্রসঙ্গে এবার মুখ খুললেন নায়িকা। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দু’জনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই পোস্ট করলাম। এ রকম ভ্লগিং করতে গিয়েই দেখা আমাদের। একটা সংস্থা আমায় ভ্লগিংয়ের জন্য নিয়ে গিয়েছিল। সেখানেই শুভজিতের সঙ্গে আমার দেখা। বাকি কাজটা ওই করে দিয়েছিল।’
আরও পড়ুন: 'অনেক ব্যথা লুকিয়ে রেখেছি…', ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট বিতর্কের পর ব্রেকআপ নিয়ে মুখ খুললেন রণবীর!
তিথির প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। তিনি এক সময় চাকরি করতেন। বর্তমানে নিজের ব্যবসা শুরু করেছেন। তাছাড়াও তিথিকে ভ্লগিংয়ে সাহায্য করে থাকেন।
প্রসঙ্গত, এটাই তিথির প্রথম প্রেম নয়। এর আগে এক ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নায়িকার। তবে সেই প্রেম নিয়ে এত রাখ ঢাক ছিল না। ২০২২ সালের ডিসেম্বরে সেই সম্পর্কে ইতি টানেন তিথি।