দুর্গাপুজোর সময় শিয়ালদা ডিভিশনে ৩১টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমীর রাত (২৭-২৮ সেপ্টেম্বর) থেকে নবমীর রাত (১-২ অক্টোবর) পর্যন্ত সেই স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯টি স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা মেন লাইন এবং উত্তর শাখায়। আর শিয়ালদা দক্ষিণ শাখায় ১২টি স্পেশাল লোকাল ট্রেন চলবে। অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী মিলিয়ে মোট ১৫৫টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে।
আরও পড়ুন: দক্ষিণ কলকাতার এইসব মণ্ডপ না দেখলেই নয় ২০২৫-র দুর্গাপুজোয়! রইল সম্পূর্ণ লিস্ট
শিয়ালদা মেন ও নর্থ শাখায় পুজো স্পেশাল ট্রেন
১) শিয়ালদা-রানাঘাট-নৈহাটি-শিয়ালদা: রাত ৯ টা ৪০ মিনিট থেকে রাত ৩ টে ১০ মিনিট পর্যন্ত ৬ টি ট্রেন চালানো হবে। ২টি ট্রেন চলবে শিয়ালদা-রানাঘাট শাখায়। নৈহাটি-রানাঘাট লাইনে চলবে ২টি ট্রেন। আর ২ টি ট্রেন চলবে শিয়ালদা-নৈহাটি লাইনে।
২) শিয়ালদা-কল্যাণী লোকাল: ৪টি পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। রাত ৯ টা ১০ মিনিট থেকে রাত ২ টো ৫৫ মিনিট পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন।
৩) বনগাঁ-বারাসত-শিয়ালদা লোকাল: রাত ১০ টা ২০ মিনিট থেকে ভোর ৪ টে ৩০ মিনিট পর্যন্ত মোট ৪টি স্পেশাল ট্রেন চালানো হবে। তার মধ্যে ২টি ট্রেন চলবে শিয়ালদা-বনগাঁ রুটে। ২টি ট্রেন শিয়ালদা-বারাসত রুটে চালানো হবে।
৪) রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর লোকাল: রাত ১১ টা ৪৫ মিনিট থেকে ভোর ৪ টে ৫৫ মিনিট পর্যন্ত ৫টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। রানাঘাট-কৃষ্ণনগর শাখায় ১টি, কৃষ্ণনগর-নৈহাটি শাখায় ২টি, কৃষ্ণনগর-কল্যাণী শাখায় ১টি এবং কল্যাণী-রানাঘাট শাখায় ১টি লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল।
আরও পড়ুন: হাওড়া ও সল্টলেকের এই মণ্ডপগুলি দেখতেই হবে ২০২৫-র দুর্গাপুজোয়! দেখে নিন লিস্ট
শিয়ালদা দক্ষিণ শাখায় পুজো স্পেশাল লোকাল ট্রেন
১) শিয়ালদা-বারুইপুর: রাত ১১ টা ৪০ মিনিট থেকে ভোর ৪ টে ৩০ মিনিট পর্যন্ত ৬টি লোকাল ট্রেন চলবে। শিয়ালদা-বারুইপুর লাইনে চলবে ২টি স্পেশাল লোকাল ট্রেন। ৪টি লোকাল ট্রেন চলবে বালিগঞ্জ-বারুইপুর লাইনে।
২) শিয়ালদা-বজবজ: রাত ১১ টা ৩০ মিনিট থেকে রাত ৩ টে ৪০ মিনিট পর্যন্ত ৬টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদা-বজবজ লাইনে চলবে ২টি স্পেশাল লোকাল ট্রেন। নিউ আলিপুর-বজবজ লাইনে ৪টি স্পেশাল লোকাল ট্রেন চলবে।