রবিবার রাতে সলমন খানের ছোট বোন অর্পিতা খান তাঁর জন্মদিনের একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন। এই পার্টিতে তাঁর পরিবারের সদস্যরা, বিশেষ বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রি অনেকেই উপস্থিত ছিলেন। সলমনও তাঁর কাজ থেকে বিরতি নিয়ে নতুন স্টাইলে পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। তার নতুন লুক নিয়েও যথেষ্ঠ আলোচনা হচ্ছে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সোহেল যান, আরবাজ খান ও তাঁর গর্ভবতী স্ত্রী শুরা। এছাড়াও সোনাক্ষী সিনহা, জহির খান, ববি দেওল, জেনেলিয়া -সহ খান পরিবারের বিশেষ সদস্যরা এই পার্টিতে অংশগ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: রবিবারও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! 'সন অফ সর্দার ২' ও 'ধড়ক-২'-এরই প্রথম সপ্তাহান্তে আয় কত?
আরও পড়ুন: 'সারা জীবনের বিষয়…', ডিভোর্সের পর এবার প্রেম প্রসঙ্গে মুখ খুললেন শোলাঙ্কি!
এদিন অনেকে এলেও, বোন অর্পিতার পার্টিতে সলমন খানের লুক ছিল নজরকাড়া। কালো টি-শার্ট এবং কার্গো প্যান্ট পরে হাজির হয়েছিলেন ভাইজান। এর সঙ্গে অভিনেতা একটি স্টাইলিশ বেল্ট এবং বুটও পরেছিলেন। তাঁর চুলের স্টাইলও বদলে গিয়েছে। এছাড়াও, সলমনের চেহারা দেখে মনে হয়, গত কয়েক মাসে তিনি তাঁর ফিটনেসের উপর অনেক কাজ করেছেন। এই ছবিগুলি সলমন খানের ফ্যান ক্লাব শেয়ার করেছে।
আরও পড়ুন: কথা হল দেব-শুভশ্রীর? 'ধূমকেতু' আগেই নায়কের প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী
আরও পড়ুন: প্রেম করছেন পর্দার ‘ঝিলিক’ তিথি! জানেন তাঁর প্রেমিকের আসল পরিচয়?
ভাইজান ছাড়াও এই পার্টির আকর্ষণীয় অংশ ছিলেন শুরা খান। শুরা বর্তমানে গর্ভবর্তী। তিনি আরবাজ খানের সঙ্গে কালো পোশাকে এদিনের পার্টিতে ধরা দিয়েছিলেন। এদিন তিনি পাপারাৎজিদের সঙ্গেও কথা বলেন। তবে, তিনি এদিন ছবি তোলেননি। তিনি আরবাজকে একা পাপারাৎজিদের সামনে ছবি তোলার জন্য পাঠান এবং নিজে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
পরিবারের সদস্যরা ছাড়াও অর্পিতাকে অভিনন্দন জানাতে এসেছিলেন ববি দেওল ও তাঁর স্ত্রী তানিয়া। এছাড়াও হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। তাঁরাও পাপারাৎজিদের সামনে হেসে পোজ দেন। তাঁরা ছাড়াও এদিন জেনেলিয়াকেও পার্টিতে নজরকাড়তে দেখা যায়। তবে, রিতেশ দেশমুখকে তাঁর সঙ্গে দেখা যায়নি। তাঁরা ছাড়াও হাজির ছিলেন সোনালী বেন্দ্রে, জিশান সিদ্দিকী, সানি লিওনের মতো সেলিব্রিটিরাও। সব মিলিয়ে অর্পিতার জন্মদিনে পার্টি যে বেশ জমজমাট ছিল তা বলাই যায়।