টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। আগের মতো বর্তমানেও তাঁদের নিয়ে উন্মাদনা কম নয়। আসলে তাঁরা কেবল দর্শকদের যে পর্দায় মাতিয়ে রাখতেন তা কিন্তু নয়। পাশাপাশি বাস্তবেও তাঁরা একসময় চুটিয়ে প্রেম করতেন। যদিও বিচ্ছেদের পরই 'ধূমকেতু' ফ্লোরে আসে। কিন্তু সেই সময় নানা জটিলতায় আর ছবি মুক্তি পায় না। তারপর থেকে আর দেব-শুভশ্রী জুটিকেও কোনও ছবিতে একসঙ্গে দেখা যায় না। এমন কী তাঁদের আর কথা বলতেও দেখা যায়নি। তবে অবশেষে এবার দেবের প্রশ্নের উত্তর দিলেন শুভশ্রী? নিশ্চয় ভাবছেন ব্যাপার কী? তবে কি তাঁদের কথা হল?
আরও পড়ুন: প্রেম করছেন পর্দার ‘ঝিলিক’ তিথি! জানেন তাঁর প্রেমিকের আসল পরিচয়?
আরও পড়ুন: 'পৃথিবীর সেরা প্রেমিকা', প্রেরণাকে গার্লফ্রেন্ড ডে'তে সার্থকের আদুরে বার্তা! কেক কেটে হল উদযাপন
তাঁদের কথা হল কিনা তা জানা নেই। তবে সোমবার ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। সেদিন সম্ভবত দেব ও শুভশ্রীকে সেই অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে পারে। সেই আশায় বুক বাঁধছেন তাঁদের অনুরাগীরাও। আর সেই অনুষ্ঠানের দুটি হাতের ব্যান্ডের ছবি দিয়ে দেব ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘রেডি?’ আর তাঁর সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শুভশ্রী উত্তরে লেখেন, ‘রেডি’। এই প্রথমবার শুভশ্রী দেবের উত্তরে এক প্রকার সারা দিলেন তা বলাই যায়। আর তাঁদের এই স্টোরি দেখে অনেকেই মনে করছেন, তাঁদের একসঙ্গে ছবির প্রচারে এবার দেখা যেতে পারে। তবে তা আদৌও হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ৪ অগস্টের।

আরও পড়ুন: 'অনেক ব্যথা লুকিয়ে রেখেছি…', ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট বিতর্কের পর ব্রেকআপ নিয়ে মুখ খুললেন রণবীর!
আরও পড়ুন: জাতীয় পুরস্কার ঘোষণার পরই শাহরুখকে ‘প্রেমপত্র’ জওয়ান-এর পরিচালক অ্যাটলির! কী লিখলেন তিনি?
প্রসঙ্গত, ২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী 'ধূমকেতু'-র। তারপরই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি। মাঝে কেটে গিয়েছে প্রায় ১০টা বছর। তবে তাতে এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। চলতি বছরের ১৪ অগস্ট অবশেষে 'ধূমকেতু' মুক্তি পেতে চলেছে। সেখানে বহু বছর পর দেব-শুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শকরা। এক সময় তাঁদের জুটি ছিল টলিউডের অন্যতম হিট জুটি।